ঢাকা, এপ্রিল ১৮, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:৪৮:৫০

নাঃ গঞ্জ রূপগঞ্জে শ্রমিকদের আতঙ্কে পোশাক কারখানা ছুটি

| ১২ বৈশাখ ১৪২২ | Saturday, April 25, 2015

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ) দুপুর সোয়া ১২টার দিকে ভূমিকম্পের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়লে বাধ্য হয়ে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ করে প্রায় মিনিটখানেক স্থায়ী ভূমিকম্প হয়। এতে উপজেলার আউখাব এলাকার অনুপম হোসিয়ারি, রবিনটেক্স, হারভেস্ট এবং ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন, গ্রামটেক পোশাক কারখানাসহ বিভিন্ন এলাকার ছোট-বড় শিল্প-প্রতিষ্ঠানে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

মুহূর্তের মধ্যে শ্রমিকরা হুড়োহড়ি করে কারখানা ত্যাগ করেন। এতে মালিকপক্ষ ৫/৭টি কারখানায় ছুটি ঘোষণা করে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

অনুপম হোসিয়ারির এজিএম সেন্টু তালুকদার বাংলানিউজকে জানান, ভূমিকম্পের কারণে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের কথা চিন্তা করে ছুটি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন বলেন, ভূমিকম্পের পর তাৎক্ষণিভাবে শিল্প এলাকাগুলোর খোঁজখবর নেওয়া হয়েছে। কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।