ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ২৩:৫১:১০

এ পাতার অন্যান্য সংবাদ

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত গাজায় ইসরাইলের জোর হামলায় ৫৫ জন নিহত : হামাস হিজবুল্লাহ ‘লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে’: ইসরায়েল সামরিক বাহিনী গাজায় ৪ লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

নমোর মন্ত্রীদের সম্পত্তির তালিকা প্রকাশ

| ২২ আশ্বিন ১৪২১ | Tuesday, October 7, 2014

ministers

 

প্রকাশিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ তাঁর ক্যাবিনেটের ৪৪ জন মন্ত্রীর সম্পত্তির বিশদ তথ্য। এই রিপোর্ট অনুযায়ী, মোদী সরকারের সবথেকে ধনী মন্ত্রী হলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর সম্পত্তির পরিমাণ ৭২.১০ কোটি টাকা। অন্য দিকে, মোদী সরকারের সবথেকে গরিব মন্ত্রী হলেন নগরোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ২০.৪৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির পরিমাণ ১.২৬ কোটি টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সম্পত্তির পরিমাণ ২.৫৬ কোটি টাকা। শিশু উন্নয়নমন্ত্রী মানেকা গান্ধীর মোট সম্পত্তি ৩৭.৬৮ কোটি টাকা। মোদীর ক্যাবিনেটের কোটিপতি মন্ত্রীরা হলেনঃ- বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ-২.৭৩ কোটি টাকা, আইন এবং দূরসঞ্চারমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ-১৪.৯১ কোটি টাকা, পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ী-৩.৩৪ কোটি টাকা, জল সম্পদ মন্ত্রী উমা ভারতী-১.৬২ কোটি টাকা, আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাও-১.৭৭ কোটি টাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর-১.০৫ কোটি টাকা, কৃষিমন্ত্রী রাধামোহন সিংহ-২.৪৭ কোটি টাকা, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি-৪.১৫ কোটি টাকা, বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন-১.০৩ কোটি টাকা, কয়লা ও বিদ্যুৎমন্ত্রী পীযুষ গোয়েল-৩১.৬৭ কোটি টাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ-২.৬৭ কোটি টাকা, সংখ্যালঘু সম্প্রদায় মন্ত্রী নাজমা হেপতুল্লা-২৯.৭০ কোটি টাকা। লাখপতি মন্ত্রীঃ- ক্ষুদ্রশিল্প মন্ত্রী কলরাজ মিশ্র-৭২.১১ লক্ষ টাকা, পূর্বভারত বিষয়ক মন্ত্রী জেনারেল ভি কে সিংহ- ৬৮.৭৬ লক্ষ টাকা, গৃহরাজ্যমন্ত্রী কিরণ রিজিজু-৬৬.৬৫ লক্ষ টাকা, খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান-৩৯.৮৮ লক্ষ টাকা, শ্রম ও রোজগার মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর-৪৪.৯০ লক্ষ টাকা, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন-৪৮.৫৪ লক্ষ টাকা, রসায়নমন্ত্রী অনন্ত কুমার-৬০.৬২ লক্ষ টাকা।