ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২২:০৪:০৬

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

নবাগত রাজকুমারীর নাম শার্লট এলিজাবেথ ডায়ানা

| ২২ বৈশাখ ১৪২২ | Tuesday, May 5, 2015

ব্রিটেনের রাজকুমার উইলিয়ামের সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে শার্লট এলিজাবেথ ডায়ানা।
ধারনা করা হচ্ছিল রাজকুমার তার প্রয়াত মায়ের নামে কন্যার নাম রাখতে পারেন। তবে ডায়ানা তার নামের শেষ অংশ হলেও রাজকুমারী পরিচিত হবেন প্রিন্সেস শার্লট অব কেমব্রিজ হিসাবে।
বিস্তর জল্পনা কল্পনা শেষে জন্মের দুদিন পর রাজকুমারীর নাম ঘোষণা করা হয়।
রাজকুমারীর নাম নিয়ে বাজি ধরার ব্যবস্থা করেছিল শীর্ষ বেটিং কোম্পানিগুলো।
সম্ভাব্য নামগুলোর তালিকার শীর্ষে ছিল শার্লট এবং অ্যালিস। পরের পছন্দ হিসাবে অলিভিয়া, ভিক্টোরিয়া, এলিজাবেথ এবং ডায়ানাও ছিল।
কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, মেয়ের প্রথম নাম হিসাবে শার্লটই পছন্দ করেছেন উইলিয়াম এবং তার স্ত্রী কেট।
তবে দাদি এলিজাবেথ এবং মা ডায়ানার নামও জুড়ে দিয়েছেন উইলিয়াম।
শার্লট কেন?
ব্রিটেনের রাজপরিবারে বহুদিন ধরে ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম চার্লস। মেয়েদের ক্ষেত্রে শার্লট।
অষ্টাদশ শতাব্দীতে রাজা তৃতীয় জর্জের রানীর নাম ছিল শার্লট।
রাজা তৃতীয় জর্জ ১৭৬১ সালে রানী র্শালটের জন্যই বাকিংহাম প্রাসাদ কিনেছিলেন। ঐ প্রাসাদই এখন বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের প্রধান বাসস্থান।
রাজকুমারীর মায়ের পরিবারে অর্থাৎ ক্যাথরিনের পরিবারেও শার্লট নামটি রয়েছে। ক্যাথরিনের ছোট বোন পিপা মিডলটনের মাঝের নাম শার্লট।