ঢাকা, এপ্রিল ২৩, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:৪৬:৪৪

নবম যাত্রা উৎসবে ৭টি দল নিবন্ধিত

| ১১ অগ্রহায়ন ১৪২৪ | Saturday, November 25, 2017

ঢাকা : বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৩ দিনব্যাপী ‘নবম যাত্রা উৎসব ২০১৭’ থেকে ৭টি যাত্রাদলকে নিবন্ধনের আওতায় নিয়ে এসেছে। ২১ নভেম্বর থেকে এ উৎসব শুরু হয়েছে। আজ ছিল তার সমাপনী।
যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যেই শিল্পকলা একাডেমি এ উৎসবরে আয়োজন করে।
একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন বিকাল ৪টা থেকে এ উৎসবে ৩টি করে যাত্রা পরিবেশন করে।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় পরিবেশিত হয় যাত্রাপালা ‘জেল থেকে বলছি’। মার্শাল শামীম খন্দকারের পরিচালনায় পালাটি মঞ্চায়ন করে নাটোরের মোসুমী যাত্রা ইউনিট।
যাত্রাদল নিবন্ধনের বিচারক কমিটিতে ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ, ড. আফসার আহমেদ, জোৎন্সা বিশ্বাস, মিলন কান্তি দে, এস এম মহসীন, তাপস সরকার ও ভিক্টর ড্যানিয়েল। এছাড়া বিচারক হিসেবে আইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দও ছিলেন।
বিগত ৮টি যাত্রা উৎসবে ১০১টি দলকে নিবন্ধন দেয়া হয়েছে। এবারের উৎসবের ৭টিসহ মোট ১০৮টি যাত্রাদল শিল্পকলা একাডেমির নিবন্ধনের আওতায় এলো।