ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:৪৪:০২

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

ধীরগতির সব যান এর জন্য আলাদা লেইন হবে : ওবায়দুল কাদের

| ২৪ শ্রাবণ ১৪২২ | Saturday, August 8, 2015

মহাসড়কে অটোরিকশাসহ ছোট যানবাহনগুলো চলাচল নিষিদ্ধের পর এসব গাড়ির চালকদের আন্দোলনের প্রেক্ষাপটে আলাদা লেইন নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। । গতকাল ফেনীর ফাজিলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজ উদ্বোধনের সময় সাংবাদিকদের একথা জানান। মহাসড়কে থ্রি হুইলার বন্ধের কারণে অটোরিকশা চালক ও যাত্রীদের সাময়িক দুর্ভোগের কথা ও স্বীকার করে মন্ত্রী বলেন, তারা যেন দুর্ভোগে না পড়ে সেজন্য পর্যায়ক্রমে জাতীয় মহাসড়ক ও সব ফোর লেইনের পাশে বাইলেন নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন বড় রাস্তাগুলোর পাশে স্লো-মোভার বা পাশে একটা লেইনের জায়গা রাখতে। ভবিষ্যতে আমরা যে রাস্তাগুলো করব সেখানে স্লো-মোভার বা বাই লেইন করব। মহাসড়কে অটোরিকশা চলাচলে বিকল্প ব্যবস্থা করার জন্য চালক-মালিকদের দাবির বিষয়ে তিনি বলেন, তিনহাজার কিলোমিটার হাইওয়েতে অটোরিকশা চলাচল না করলেও দেশে আরও আড়াই লাখ কিলোমিটার রাস্তা আছে। যেখানে অটোরিকশা চলাচল করতে পারে। অটোরিকশা চলাচলের বিষয়টি নিয়ে কোন ধরণের অপোষ হবে না বলেও মন্তব্য করেন সড়ক মন্ত্রী । মন্ত্রী আরও বলেন, দেশে এলিভেটেড হাইওয়ে, মেট্রোরেল ও টানেল করা হচ্ছে। পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরে না আসলে এগুলোতে সফলতা আসবে না।
উল্লেখ্য গত ১ অগাস্ট থেকে মহাসড়কে অটোরিকশা, টেম্পুসহ ধীরগতির সব যান নিষিদ্ধ হওয়ার পর আন্দোলনে নামেন চালক ও মালিকরা ।