ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২১:১৫:০১

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

দেশে দারিদ্র্যের হার ৩০.৭ শতাংশ

| ১২ ভাদ্র ১৪২১ | Wednesday, August 27, 2014

screenshot_912.png

দেশের কোন জেলায় দারিদ্র্য পরিস্থিতি কেমন, তা নিয়ে পরিসংখ্যান তুলে ধরা হলো বাংলাদেশ দারিদ্র্য মানচিত্রে। এতে বলা হয়েছে, দেশের কুষ্টিয়া জেলায় গরিব মানুষ সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি গরিব মানুষ বাস করে কুড়িগ্রাম জেলায়। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বিশ্বব্যাংক ও জাতিসংঘের খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) যৌথভাবে এই মানচিত্র প্রকাশ করে। দারিদ্র্য মানচিত্রের তথ্যানুযায়ী, সামগ্রিকভাবে দেশে দারিদ্র্যের হার ৩০.৭ শতাংশ। কিন্তু কুষ্টিয়া জেলায় এ হার মাত্র ৩.৬ শতাংশ। দেশের ৬৪ জেলার মধ্যে দারিদ্র্য মানচিত্রে কুষ্টিয়ার এ চিত্র আশাব্যঞ্জক হলেও কুড়িগ্রামের চিত্র খুবই হতাশাজনক। জেলা ভিত্তিক হিসাবে কুড়িগ্রাম চরম দারিদ্র্যপীড়িত জেলা। এ জেলায় ৬৩.৭ শতাংশ মানুষ গরিব (দারিদ্র্যের হার)। এ ছাড়া বিভাগ ভিত্তিক হিসাবে দেশের ঢাকা বিভাগে রয়েছে সবচেয়ে বেশি গরিব মানুষ। এ বিভাগে দারিদ্র্যের হার ৩২.৩ শতাংশ। দারিদ্র মানচিত্রের তথ্য মতে, ঢাকা বিভাগে বেশি মানুষ করে বিধায় এ বিভাগে গরিব মানুষেরও সংখ্যাও বেশি। অন্যদিকে সিলেট বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে কম, মাত্র ৫ দশমিক ৭ শতাংশ। বলা হয়েছে, এ বিভাগে তুলনামূলকভাবে কম মানুষ বাস করে, তাই এখানে দারিদ্র্যের হারও কম। দারিদ্র্য মানচিত্র প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনাবিষয়ক প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, দারিদ্র্য মোকাবিলায় সরকার সঠিক পথে এগোচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর উদ্দেশে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় ঝুলে থাকতে চাই না। দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আপনারা আমাদের সহায়তা করুন, সরকারকে ক্ষমতায় স্থায়ী করার জন্য নয়। এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান জানান, তারা দেশের দরিদ্র মানুষের জন্য একটি তথ্যভাণ্ডার তৈরির কাজ শুরু করেছেন । দারিদ্র্য মানচিত্র এ কাজে তাদের সহায়তা করবে। ডব্লিউএফপির বাংলাদেশবিষয়ক পরিচালক ক্রিস্টা রেডার বলেন, দারিদ্র্য মানচিত্রই চূড়ান্ত কিছু নয়। তবে এটি দারিদ্র্য দূরীকরণে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার জন্য একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করার জন্য দারিদ্র্য মানচিত্র সরকারকে সহায়তা করবে বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।