ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৯:১০:৩০

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

দেশে এখন মাছির চেয়ে মানুষ মারা সহজ…এরশাদ

| ৭ আশ্বিন ১৪২২ | Tuesday, September 22, 2015

arsadনিউজডেস্ক :: দেশে এখন মাছি মারার চেয়েও মানুষ মারা সহজ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, দেশে সুশাসনের অভাবের কারণেই এমনটি হচ্ছে।

কিন্তু কারোর কিছুই করার নেই। এভাবেই দেশ চলবে। আমাদের তা মেনে নিতে হবে। তিনি রংপুরে পাঁচদিনের সফরে এসে পল্লী নিবাসে মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। এরশাদ বলেন, কালিহাতিতে ওদের কী অপরাধ ছিল?

ওরা তো পেট্রোল বোমার মারে নি। গাড়িতে হামলাও করেনি। ওরা মাকে অপমানের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে এসেছে। সেটাই ওদের অপরাধ। ওদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো।

এখন কিছুই করার নেই। যেভাবে দেশ চলছে, সেভাবেই আমাদের মেনে নিতে হবে। আমাদের কিছুই করার নেই। কিছুই বলার নেই। এদেশে আর আইনের শাসন নেই। একথা আমি বার বার বলছি।

কিন্তু কে শোনে কার কথা। এরশাদ বলেন, মেডিক্যালের প্রশ্নপত্র ফাঁস কারা করেছে, সরকার তা জানে। কিন্তু সরকার বলেছে পরীক্ষা ঠিকঠাক হয়েছে। তাই আন্দোলন করে কোনো লাভ হবে না। প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে অমেধাবীরা চিকিৎসক হলে জনগণের ভোগান্তি বাড়বে। অপচিকিৎসায় তাদের হাতে মানুষ মরবে বলেও মন্তব্য করেন এরশাদ।

এরশাদ বলেন, কিন্তু এসব বলা যাবে না। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মঙ্গলবার রংপুর এসেছেন সাবেক এই রাষ্ট্রপতি। এসময় তার সাথে ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার,

মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা সদস্য সচিব সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার, মহানগর সদস্য সচিব এসএম ইয়ামির প্রমুখ। পবিত্র ঈদ পালন করে ২৬ সেপ্টেম্বর তিনি ঢাকায় যাবেন।