ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৭:২৭:৫৭

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

দেশের প্রতি আস্থা হারাবেন না : জয়

| ৯ কার্তিক ১৪২৪ | Tuesday, October 24, 2017

ঢাকা : প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজ দেশের প্রতি আস্থা না হারাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় বক্তৃতায় তিনি বলেন, ‘দেশ-বিদেশের সকল চক্রান্ত অতিক্রম করে আওয়ামী লীগ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। তাই নিজ দেশের প্রতি আস্থা হারাবেন না।’
সুচিন্তা ফাউন্ডেশন ‘রাজনীতিতে সত্য-মিথ্যা : পদ্মা সেতুর অভিজ্ঞতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রফেসর এ্যামিরেটাস ড. আনিসুজ্জামান, অর্থনীতিবিদ ড. ফরাস উদ্দিন এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক এবং বিশিষ্ট লেখক ইমদাদুল হক মিলনও বক্তৃতা করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর এ আরাফাত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয় আরো বলেন, পদ্মা সেতুর নির্মাণে কোন দুর্নীতি হয়নি বলে কানাডার আদালত রায় দিয়েছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে পদ্মা সেতু এখন দৃশ্যমান।
তিনি বলেন, এনজিওদের একটি গ্রুপ সবসময়ই বাংলাদেশের সমালোচনা করে আসছে। অন্যথায় তারা বিদেশ থেকে তহবিল পাবে না।
জয় বলেন, তথাকথিত সুশীল সমাজ কখনো বাংলাদেশের প্রশংসা করে না। ড. ইউনুস বাংলাদেশের কোন সাফল্যেই কোন ভালো মন্তব্য করেননি।
জয় আরো বলেন, তারা মনে করে অর্থ তাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে। কিন্তু তারা জানে না সাধারণ মানুষের ভালোবাসা ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় বলেন, ১৯৭৫ সালে চক্রান্তকারীরা এখন আবারো সক্রিয়। তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত।