ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৩:৩৭:১৫

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

দুদকে সুপ্রিমকোর্টের চিঠি নিয়ে রায় যেকোনো দিন

| ১৬ কার্তিক ১৪২৪ | Tuesday, October 31, 2017

ঢাকা : আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো ব্যবস্থা গ্রহণ করা সমীচীন হবে না-উল্লেখ করে দুদকে দেয়া সুপ্রিমকোর্টের চিঠি নিয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষে বিষয়টি নিয়ে যে কোনো দিন রায় ঘোষণার জন্য (সিএভি) রাখা হয়েছে।
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এর ওপর আজ শুনানি শেষ হয়। আদালতে বিচারপতি জয়নুল আবেদীনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেন। এ নিয়ে অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, এডভোকেট প্রবীর নিয়োগী ও এডভোকেট এ এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
সুপ্রিমকোর্টের আইনজীবী মো. বদিউজ্জামান তফাদার সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তীর স্বাক্ষরিত গত ২৮ মার্চ দুদককে পাঠানো ওই চিঠিটি আদালতের নজরে আনলে গত ৯ অক্টোবর বিষয়টি নিয়ে রুল জারি করে হাইকোর্ট। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল, দুদকের চেয়ারম্যান, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এবং বিচারপতি জয়নুল আবেদীনকে এ রুলের জবাব দিতে বলা হয়।
রুল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে তিনজনকে নিয়োগ দেয়া হয়।