ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৫:৪৭:১৩

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

দলীয় শৃংখলা ভঙ্গ করায় রাবি ছাত্রলীগ সম্পাদক তুহিনকে অব্যাহতি

| ১৪ ভাদ্র ১৪২১ | Friday, August 29, 2014

bcl-logo.jpg

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবকে নতুন দায়িত্ব দেওয়া হয়।

শুক্রবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

নাজমুল আলম জানান, দলীয় শৃংখলা ভঙ্গ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তুহিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে তার স্থানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সম্পাদক খালিদ হাসান বিপ্লবকে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানাও তুহিনকে অব্যাহতির বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার উপাচার্যের দফতরের অতিথি কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করে মাথা ফেটে দেয় তুহিনের নেতৃত্বে থাকা কয়েক ছাত্রলীগ নেতাকর্মী।