ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:০২:২৪

থ্যালাসেমিয়া কী?

| ৯ পৌষ ১৪২৫ | Sunday, December 23, 2018

থ্যালাসেমিয়ার বিষয়ে কথা বলেছেন ডা. সালমা আফরোজ।

থ্যালাসেমিয়া একটি রক্তের রোগ। এটি জিনগত সমস্যার কারণে হয়। থ্যালাসেমিয়ার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৯৪ তম পর্বে কথা বলেছেন ডা. সালমা আফরোজ।

ডা. সালমা আফরোজ বর্তমানে বারডেম জেনারেল হাসপাতালে ট্রান্সফিউশন মেডিসিন ও ক্লিনিক্যাল হেমাটলজি বিভাগে সিনিয়র পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : থ্যালাসেমিয়া কী?

উত্তর : থ্যালাসেমিয়া হলো এমন একটি রোগ, যেটি জিনগত সমস্যার কারণে হয়। আমাদের যে রক্ত রয়েছে, সেই রক্তের মধ্যে যে লালটা আমরা দেখতে পাই, সেটি হলো হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন তৈরি হয় কিছু জিন দিয়ে। সেই জিনের ত্রুটির কারণে এই হিমোগ্লোবিন ঠিকমতো তৈরি হতে পারে না। কম তৈরি হয়। সেই জন্য রক্তস্বল্পতা হচ্ছে। আর এটিই হলো থ্যালাসেমিয়া।