ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:১৫:১৭

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

তুরাগ নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ১২

| ২১ আশ্বিন ১৪২৫ | Saturday, October 6, 2018

 

তুরাগ নদী। পুরনো ছবি। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় তুরাগ নদীতে ট্রলার ডুবে প্রায় ১২ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ চালাচ্ছে।

আজ শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার রুস্তমপুর এলাকায় তুরাগ নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানায় সন্ধ্যায় তুরাগ নদীর গুদারাঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রুস্তমপুর যাচ্ছিলেন। এ সময় ট্রলারটি তুরাগ নদীর মাঝখানে পৌঁছালে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই কার্গো ট্রলারটিকে ধাক্কা দেয়।  এ সময় ট্রলারে থাকা সবাই নদীতে পড়ে যায়। স্থানীয়রা ১৩ জনকে দ্রুত উদ্ধার করে নদীর তীরে নিয়ে এলেও এখনো ১২ জন নিখোঁজ রয়েছে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দিলে ফায়ার সার্ভিস নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায়।

এদিকে ঘটনাস্থলে ভিড় জমিয়েছে নিখোঁজদের স্বজনরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি স্থানীয়রাও নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’