ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৯:১৪:২০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

তিতাসে ৫০ টাকার জন্য সংখ্যালঘু গৃহবধূ খুন,পরিদর্শনে আসলেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ও জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দ

| ১৯ কার্তিক ১৪২১ | Monday, November 3, 2014

10675571_788231131233488_4270981631947871821_n.jpg

কুমিল্লার তিতাস উপজেলার ভাটিপাড়া গ্রামে মাছ বিক্রির ৫০ টাকার চাইতে গিয়ে জেলে পরিবারের এক গৃহিণীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।

কানন বালা (৫৫) ওই গ্রামের জগদীশ চন্দ্র দাসের স্ত্রী। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।
পুলিশ, এলাকাবাসী ও পরিবারের একাধিক সদস্য জানান, গত বুধবার বিকেল পাঁচটায় কানন বালার স্বামী জগদীশ চন্দ্র দাস বাড়ির পাশের খাল থেকে মাছ ধরে আনেন। ওই সময় একই গ্রামের বারেক মিয়ার মেয়ে ও প্রবাসী শেখ ফরিদের স্ত্রী জেসমিন আক্তার (২৫) মাছের দাম ৫০ টাকা না দিয়েই মাছ নিয়ে যান। পরে জগদীশের স্ত্রী কানন বালা টাকা চাইতে গেলে তিনি টাকা না দিয়ে তাঁকে গালি দেন। কানন বালা এর প্রতিবাদ করেন। একপর্যায়ে জেসমিন আক্তার ও কানন বালার মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর জেসমিন ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য মিলে কানন বালাকে কিল-ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই খবর পেয়ে ১ নবেন্বর শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ ও জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ পরিদর্শন কালে ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নেন এবং তাদেরকে আইনী সহায়তা দেয়ার আশ্বাস দেন।

1899995_834729096548072_137894581608060778_n.jpg

এ সময় উপস্থিত ছিলেন  মাইনরিটি ওয়াচের কেন্দ্রীয় চেয়ারম্যান এডভোকেট রবীন্দ্র ঘোষ,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের  সোনার গাঁ উপজেলার হিন্দু ছাএ মহাজোটের সাধারন সম্পাদক নিমল দাস , সাংগঠিনক সম্পাদক পলাশ চন্দ্র দাস  সহ অন্যান্য নেতৃবৃন্দ|