ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:৫৬:৪২

ড্রেন নির্মাণে সাড়ে ৩ কোটি টাকার জমি দান তৈমূর আলম খন্দকার

| ২০ আষাঢ় ১৪২২ | Saturday, July 4, 2015


রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য জেলা বিএনপির সভাপতি এডভোকেট তৈমূর আলম খন্দকার সাড়ে ৩ কোটি টাকা মূল্যের জমি দান করার ঘোষণা দিয়েছেন।

তারাবো পৌরসভার মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী শুক্রবার বিকেলে রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য জমি চাইলে জনতার উপস্থিতিতে এ্যাড. তৈমূর জমি দান করেন।

জেলা বিএনপির সভাপতি এডভোকেট তৈমূর আলম খন্দকার জানান, আমার সাড়ে ৩ কোটি টাকার জমি দান করলে তারাবো পৌর এলাকার শত শত মানুষের উপকার হবে। এজন্য মেয়র শফিকুল ইসলাম চাওয়ার সাথে সাথে ওই জমি দিয়ে দেই। তিনি আরো বলেন, মানুষ চিরদিন বাঁচে না। তবে চিরদিন বেঁচে থাকার জন্য কর্মের প্রয়োজন। এ্যাড. তৈমূর তার মা বেগম রোকেয়া খন্দকারের নামে রাস্তা নির্মাণের জন্য এ জমি দান করেন।