ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২৩:৪২:১০

ডেঞ্জার জোনের ফুলের বাগানের নির্মাণকাজ পরিদর্শণ করলেন ইউএনও-ইউপি চেয়ারম্যান

| ৭ আশ্বিন ১৪২১ | Monday, September 22, 2014

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা থানার লামাপাড়া এলাকায় অবস্থিত ডেঞ্জার জোন হিসেবে পরিচিত ময়লার স্তুপে ফুলের বাগানের নির্মাণ কাজ দেখতে গতকাল শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়েছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাউছুল আজম ও কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।

ময়লার স্তুপের কুতুবপুর অংশে ফুলের বাগান নির্মাণকাজ ত্বরান্বিত করতে সেখানে ভেকু দিয়ে ময়লা অপসারণ করা হচ্ছে। এছাড়া ওই এলাকাটি বেড়া দিয়ে বেস্টনী দেয়া হচ্ছে। ওই এলাকায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাইন বোর্ড সাটানো হবে।

উল্লেখ্য গত ১৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এলাকাটি মেপে দেখা গেছে ১৩৫০ ফুট জায়গায় ময়লা ফেলা হতো। এর মধ্যে ৪৫০ ফুট জায়গা কুতুবপুর ইউনিয়ন পরিষদ ও ৯শ’ ফুট সিটি করপোরেশন এলাকার জালকুড়ির আওতাধীন। তবে এর মধ্যে ইউনিয়ন পরিষদের আওতাধীন ৪৫০ ফুটের মধ্যেই বেশী ময়লা ফেলা হত। সীমানা নির্ধারণ করে কুতুবপুর ইউনিয়ন পরিষদকে জায়গাটি বুঝিয়ে দেয়া হয়। সীমানা নির্ধারণের পর থেকে ওই এলাকায় ময়লা ফেলা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বালু ফেলার পাশাপাশি শ্রমিকরা কাজ শুরু করে দিয়েছে।