ঢাকা, এপ্রিল ১৮, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২৩:৪৫:৩৭

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু পরিবারের জমি দখল

| ৭ আষাঢ় ১৪২২ | Sunday, June 21, 2015

jomi.jpgঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কদমতলী এলাকায় স্থানীয় এমপির লোকজনের নির্যাতনে কয়েকটি সংখ্যালঘু পরিবার এখন ঘরছাড়া।
ওই এলাকার সংখ্যালঘু পরিবারের ওপর শুক্রবার হামলা করে এমপি দবিরুল ইসলামের লোকজন। এতে কয়েক নারী-পুরুষ গুরুতর আহত হয়েছেন। নির্যাতনের ভয়ে কয়েকটি পরিবার ঘর ছেড়ে পালিয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়ে ইউনিয়নের কদমতলী সীমান্তবর্তী এলাকায় স্থানীয় এমপি দবিরুল ইসলাম চা বাগান গড়ে তুলেছেন। ওই চা বাগানের আশপাশে ওই এলাকায় খনরাম সিংহের ২৪ বিঘা, অকুল সিংহের ২১ বিঘা ও জনকের তিন বিঘা জমি রয়েছে। তারা ওই জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এমপির লোকজন কিছুদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের জন্য উঠে পড়ে লেগেছে। সংখ্যালঘু পরিবারগুলো আবাদকৃত জমি দিতে অস্বীকৃতি জানালে পরিবারগুলোর ওপর নেমে আসে নির্যাতন। শুক্রবার বেলা ১১টায় এমপির প্রায় ৫০ জন লোক কদমতলী সংখ্যালঘু কয়েকটি পরিবারের ওপর চড়াও হয়। এতে নারী-পুরুষসহ কয়েকজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ভাগারাম। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে খনরাম সিংহ, অকুল সিংহ ও জনকরামের পরিবার অত্যাচারের ভয়ে শুক্রবার রাতেই ভিটে মাটি ছেড়ে ভারতে পালিয়ে যায় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।