ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৬:৫৬:৪৫

জেলায় এইচএসসিতে পাশের হার ৮৬ ভাগ, এ প্লাস-৩২২ ॥ শীর্ষে নারায়ণগঞ্জ মহিলা কলেজ

| ২৫ শ্রাবণ ১৪২২ | Sunday, August 9, 2015

রবিবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফল। এবছর নারায়ণগঞ্জ জেলার ৪১ টি কলেজের ১৫ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৩ হাজার ৩শ ৮৪ জন।পাশের হার ৮৫.৯৮ ভাগ। আর জিপিএ ৫ পেয়েছে- ৩২২ জন।
তবে আশানুরুপ ভাল ফলাফল করতে পারেনি জেলার শ্রেষ্ঠদের তালিকায় থাকা নারায়ণগঞ্জ কলেজ। সরকারী ভাবে এবছর থেকে সেরা কলেজের তালিকা প্রকাশ করা না হলেও ফলাফলের তালিকা অনুযায়ী জেলার শ্রেষ্ঠ কলেজ হয়েছে সরকারী মহিলা কলেজ। এ কলেজে পাশের হার ৭২.২৩ ভাগ। আর জিপিএ ৫ পেয়েছেন ৮৭ জন।
দ্বিতীয় অবস্থানে আছে সরকারী তোলারাম কলেজ। এ কলেজের পাশের হারের পাশাপাশি জিপিএ ৫ পাওয়ার সংখ্যাও ভাল।
শতভাগ পাশের তালিকায় একটি কলেজ থাকলেও কেউই পাশ করেনি এমন কলেজের সংখ্যাও নেই।
দুপুরে ফলাফল প্রকাশের পর কলেজ গুলোতে ফলাফল জানতে আসে পরীক্ষার্থীরা। আশানুরূপ ফলাফল হওয়ায় অনেকে আবেগে কেউবা খারাপ ফলাফলের ফলে কান্নায় ভেঙ্গে পড়ে। তবে বেশীর ভাগ পরীক্ষার্থীই মুঠোফোনে জেনে নেন তাদের রেজাল্ট।
জেলায় এইচএসসিতে পাশের হার ৮৬ ভাগ, এ প্লাস-৩২২ ॥ শীর্ষে নারায়ণগঞ্জ মহিলা কলেজনারায়ণগঞ্জ জেলার ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল তুলে ধরা হলো:
কানাই নগর স্কুল এন্ড কলেজ: মোট পরীক্ষার্থী-৩৩ জন, পাশ করেছে-২৩ জন, পাশের হার-৬৯.৭৯ ভাগ, জিপিএ ৫-।
এরিবস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ: মোট পরীক্ষার্থী-২৬ জন, পাশ করেছে-২০ জন, পাশের হার-৭৬.৯২ ভাগ, জিপিএ ৫-।
নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ: মোট পরীক্ষার্থী-২৪৬৭ জন, পাশ করেছে-১৭৮২ জন, পাশের হার-৭২.২৩ ভাগ, জিপিএ ৫- ৮৭ জন।
নারায়ণগঞ্জ কলেজ: মোট পরীক্ষার্থী-২১৩৮ জন, পাশ করেছে-১৩৬১ জন, পাশের হার-৬৩.৬৬ ভাগ, জিপিএ ৫- ২৮ জন।
রেবতী মোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: মোট পরীক্ষার্থী-১৭৬ জন, পাশ করেছে-১৬৫ জন, পাশের হার-৯৩.৭৫ ভাগ, জিপিএ ৫-১০ জন।
নাজিম উদ্দিন ভূঁইয়া কলেজ: মোট পরীক্ষার্থী- ৫৪০ জন, পাশ করেছে-৩৭৯ জন, পাশের হার-৭০.১৯ ভাগ, জিপিএ ৫- ৪ জন।
গভ: আদমজী নগর এম ডব্লিউ কলেজ: মোট পরীক্ষার্থী- ৯৬২ জন, পাশ করেছে-৭৬১ জন, পাশের হার-৭৯.১১ ভাগ, জিপিএ ৫- ১১ জন।
সরকারী তোলারাম কলেজ: মোট পরীক্ষার্থী-২২৬৩ জন, পাশ করেছে-১৬৪৩ জন, পাশের হার- ৭২.৬০ ভাগ, জিপিএ ৫- ২৯ জন।
নারায়ণগঞ্জ মডেল কলেজ: মোট পরীক্ষার্থী-৪৮ জন, পাশ করেছে-৪৫ জন, পাশের হার-৯৩.৭৫ ভাগ, জিপিএ ৫- ৮ জন।
নারায়ণগঞ্জ কমার্স কলেজ: মোট পরীক্ষার্থী-১১২ জন, পাশ করেছে-৪৫ জন, পাশের হার-৪০.১৮ ভাগ, জিপিএ ৫-১ জন।
নারায়ণগঞ্জ আদর্শ গালস স্কুল এন্ড কলেজ: মোট পরীক্ষার্থী-১১৭ জন, পাশ করেছে-৮৫ জন, পাশের হার-৭২.৬৫ ভাগ, জিপিএ ৫-৩ জন।
ইস্টার্ন আইডিয়াল কলেজ: মোট পরীক্ষার্থী-১৪ জন, পাশ করেছে-০৭ জন, পাশের হার-৫০ ভাগ, জিপিএ ৫-০।
ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: মোট পরীক্ষার্থী-২৫২ জন, পাশ করেছে-১১৬ জন, পাশের হার-৪৬ ভাগ, জিপিএ ৫-০।
রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ: মোট পরীক্ষার্থী-৪৪ জন, পাশ করেছে-৩৫ জন, পাশের হার-৭৯.৫৫ ভাগ, জিপিএ ৫-০।
হাজী মোহাম্মদ এখলাস উদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়: মোট পরীক্ষার্থী-১৫ জন, পাশ করেছে-১৫ জন, পাশের হার-১০০ ভাগ, জিপিএ ৫-।
সলিমুদ্দিন চৌধুরী কলেজ: মোট পরীক্ষার্থী-৩৮৭ জন, পাশ করেছে-২১৮ জন, পাশের হার-৫৬.৩৩ ভাগ, জিপিএ ৫-।
আব্দুল আজিজ মিয়া আয়েশা খাতুন কলেজ: মোট পরীক্ষার্থী-৩৬ জন, পাশ করেছে-১৮ জন, পাশের হার-৫০ ভাগ, জিপিএ ৫-।
নুরুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: মোট পরীক্ষার্থী-১৮৬ জন, পাশ করেছে-১০৯ জন, পাশের হার-৫৮.৬০ ভাগ, জিপিএ ৫-।
কবি নজরুল স্কুল এন্ড কলেজ: মোট পরীক্ষার্থী-৭৪ জন, পাশ করেছে-৭০ জন, পাশের হার-৯৪.৫৯ ভাগ, জিপিএ ৫-।
রোকন উদ্দিন মোল্লা গালর্স কলেজ: মোট পরীক্ষার্থী-১৪৪ জন, পাশ করেছে-৯৮ জন, পাশের হার-৬৮.০৬ ভাগ, জিপিএ ৫-।
সরকারী সফর আলী কলেজ: মোট পরীক্ষার্থী-৮৬৭ জন, পাশ করেছে-৭১৪ জন, পাশের হার-৮২.৩৫ ভাগ, জিপিএ ৫-৯ জন।
হাজী বেলায়েত হোসেন কলেজ: মোট পরীক্ষার্থী-২০৭ জন, পাশ করেছে-১৬১ জন, পাশের হার-৭৭.৭৮ ভাগ, জিপিএ ৫-০৩।
পাচরুখী বেগম আনোয়ারা কলেজ: মোট পরীক্ষার্থী-৩৩৭ জন, পাশ করেছে-২৯৩ জন, পাশের হার-৮৬.৯৪ ভাগ, জিপিএ ৫-২ জন।
নজরুল ইসলাম বাবু কলেজ: মোট পরীক্ষার্থী-১৩৪ জন, পাশ করেছে-১৩২ জন, পাশের হার-৯৮.৫১ ভাগ, জিপিএ ৫-১২ জন।
মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ: মোট পরীক্ষার্থী-৫৮ জন, পাশ করেছে-২৬ জন, পাশের হার-৪৪.৮৩ ভাগ, জিপিএ ৫-।
সোনারগা কাজী ফজলুল হক উইমেন্স কলেজ: মোট পরীক্ষার্থী-৪০৪ জন, পাশ করেছে-১৭৭ জন, পাশের হার- ৪৩.৮১ ভাগ, জিপিএ ৫-।
হোসাইনপুর এস পি ইউনিয়ন কলেজ: মোট পরীক্ষার্থী-১১৮ জন, পাশ করেছে-২৫ জন, পাশের হার-২১.১৯ ভাগ, জিপিএ ৫-।
সোনারগাঁ আইডিয়াল কলেজ: মোট পরীক্ষার্থী-১৩৪ জন, পাশ করেছে-৫৪ জন, পাশের হার-৪০.৩০ ভাগ, জিপিএ ৫-১ জন।
সোনারগঁ জি আর ইন্সটিটিউশন: মোট পরীক্ষার্থী-১৪৩ জন, পাশ করেছে-১৩৩ জন, পাশের হার-৯৩.০১ ভাগ, জিপিএ ৫-৩ জন।
হাজী ইব্রাহীম আলম চাঁন এন্ড কলেজ : মোট পরীক্ষার্থী-২৮১ জন, পাশ করেছে-২৪০ জন, পাশের হার-৮৫.৪১ ভাগ, জিপিএ ৫-।
বারদী হাই স্কুল এন্ড কলেজ: মোট পরীক্ষার্থী-৫৪ জন, পাশ করেছে-২০ জন, পাশের হার-৩৭.০৪ ভাগ, জিপিএ ৫-।
সোনারগাঁ কলেজ: মোট পরীক্ষার্থী-৬৩০ জন, পাশ করেছে-২৭৪ জন, পাশের হার-৬৯.৭৯ ভাগ, জিপিএ ৫-।
ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজ: মোট পরীক্ষার্থী-৫৫ জন, পাশ করেছে-৩৩ জন, পাশের হার-৬০ ভাগ, জিপিএ ৫-।
মুড়াপাড়া কলেজ: মোট পরীক্ষার্থী-৩১৯ জন, পাশ করেছে-১০৫ জন, পাশের হার-৩২.৯২ ভাগ, জিপিএ ৫-।
সিনহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: মোট পরীক্ষার্থী-১২৭ জন, পাশ করেছে-১২৪ জন, পাশের হার-৯৭.৬৪ ভাগ, জিপিএ ৫-১৪ জন।
সানারপাড় রওশন আরা কলেজ : মোট পরীক্ষার্থী-২০৯ জন, পাশ করেছে-২০৫জন, পাশের হার-৯৮.০৯ ভাগ, জিপিএ ৫-১৪ জন।
হাজী মিছির আলী কলেজ: মোট পরীক্ষার্থী-৪১৪ জন, পাশ করেছে-৩২৬ জন, পাশের হার-৭৮.৭৪ ভাগ, জিপিএ ৫-২৮জন।
গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ: মোট পরীক্ষার্থী-১৬৭ জন, পাশ করেছে-১৬২ জন, পাশের হার-৯৭.০১ভাগ, জিপিএ ৫-২৮ জন।
বন্দর গালর্স স্কুল এন্ড কলেজ: মোট পরীক্ষার্থী-২০৮ জন, পাশ করেছে-২০২ জন, পাশের হার-৯৭.১২ ভাগ, জিপিএ ৫-১৪ জন।
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ: মোট পরীক্ষার্থী-৪৩ জন, পাশ করেছে-৩৬ জন, পাশের হার-৮৩.৭২ ভাগ, জিপিএ ৫-।
কদম রসুল কলেজ: মোট পরীক্ষার্থী-৩০৭ জন, পাশ করেছে-২৭৭ জন, পাশের হার-৯০.২৩ ভাগ, জিপিএ ৫- ১০জন।
প্রসঙ্গত, এবছর নারায়ণগঞ্জ জেলায় মোট ২২ টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ৯’শ ৭১ জন।
উচ্চ মাধ্যমিকে ১৫ হাজার ৫’শ ৬৫ জন, আলিমে ৭’শ ৮৩ জন ও ভোকেশনালে ৬’শ ২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ১ এপ্রিল থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা।