ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:৪২:২২

জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

| ১২ শ্রাবণ ১৪২২ | Monday, July 27, 2015

ছবি লোড হচ্ছে

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমনের শাহাদৎ বার্ষিকী ১৫ আগস্ট। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে প্রস্তুতি মূলক মতবিনময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গাউছুল আজম, সদর উপজেলার র্নিবাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরী, জেলা মহিলালীগের সভাপতি শীরিন শারমিন, সিদ্ধীরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপত্বি মতিউর রহমান মতি ও যুব উন্নয়ণ অধিদপ্তরের পরিচালক আতিকুর রহমান প্রমুখ।
ছবি লোড হচ্ছে

এ সময় বক্তারা ১৫ই আগস্টে উপলক্ষে ৩ দিন ব্যাপি বিভিন্ন আয়োজন নিয়ে আলোচনা করেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। র‌্যালী, পুস্পঅর্পণ, আলোচনা সভা, আলোকচিত্র পর্দশনী, শিশু কিশরদের বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি ও চিত্রঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হবে।