ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ২১:৪২:১৪

জলাবদ্ধতা নিরসন, বিশ্ববিদ্যালয়সহ নানা দাবি নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে নাঃ ডিসি আনিছুর রহমান মিঞা

| ১৩ শ্রাবণ ১৪২২ | Tuesday, July 28, 2015

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ ডট কম: জেলা প্রশাসক সম্মেলন-২০১৫। সোমবার সকলা ১১টায় জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা সম্মেলনে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

মঙ্গলবার ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী এ সম্মেলন। আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্মেলনটি উদ্বোধন করবেন।

এর আগে সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় প্রস্তুতি মূলক সভা হবে। প্রথমে সকল জেলা প্রশাসকবৃন্দ এ সভায় যোগ দিবেন।

জেলা প্রশাসক সম্মেলন-২০১৫ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান বলেন, নারায়ণগঞ্জে একটি আর্ন্তজাতিক মানের বিশ্ববিদ্যালয় করার জন্য প্রস্তাব করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জকে পরিকল্পিত শহর হিসেবে গড়ার লক্ষে সার্বিক দিক তুলে ধরা হয়েছে। ডিএনডিবাসীর দূর্ভোগ এবং জলাবদ্ধতা নিরসনের বিষয়ে বেশ জোড় দিবেন বলে তিনি জানান।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ বাণিজ্য নগরী তাই নগরীকে বাণিজ্য-বান্ধব করার লক্ষ্যে একটি ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিতসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রয়োজনতা নিয়েও আলোচনা করা হবে।