ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৩:৪৯:১২

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

জঙ্গী দমনে সরকারের অসিযুদ্ধ কৌশল : তথ্যমন্ত্রী

| ১২ পৌষ ১৪২৪ | Tuesday, December 26, 2017

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশকে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার ছোবলমুক্ত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অভিযানে রয়েছে অসিযুদ্ধ ক্রীড়ানুরূপ কৌশল।’
তিনি বলেন, ‘সমাজ থেকে অনাচার, কুসংস্কার ও রাজনীতি থেকে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূল করতে সরকার এ অসিক্রীড়ার রণকৌশলও প্রয়োগ করছে।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পঞ্চম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশীপ-২০১৭ এর প্রতিযোগীদের মার্চপাস্টে সালাম গ্রহণ শেষে প্রতিযোগিতা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন।
সেনা, নৌ ও বিজিবি সদস্যসহ স্কুল-কলেজের ২০০ প্রতিযোগী আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী এ চ্যাম্পিয়নশীপে ‘ফয়েল’, ‘সেবার’ ও ‘ইপি’ তিন বিভাগে অংশ নিচ্ছে।
ফেন্সিং বা অসিযুদ্ধ ক্রীড়াকে আত্মরক্ষা ও আক্রমণের যৌথকৌশল এবং মন ও শরীরের ক্ষিপ্রতার প্রতীক হিসেবে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
হাসানুল হক ইনু সম্ভাবনাময় এ ক্রীড়াকে জনপ্রিয় করতে গণমাধ্যমে এর ব্যাপক প্রচার এবং প্রসারে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করেন।
প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশন সভাপতি এম শোয়েব চৌধুরীর সভাপতিত্বে রূপালী ব্যাংক চেয়ারম্যান মঞ্জুর হোসেন, ফেন্সিং এসোসিয়েশনের সাবেক সভাপতি লে. জেনারেল (অব:) এটিএম জহিরুল ইসলাম ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বিশেষ অতিথির বক্তব্য দেন। আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এতে স্বাগত বক্তব্য দেন।