ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:১০:৫৫

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

জঙ্গিরা নাকি মেসিদের ওপর হামলা করতে চেয়েছিল!

| ১৮ শ্রাবণ ১৪২৫ | Thursday, August 2, 2018

 

গত বছর এই আগস্টেই বার্সেলোনায় হামলা করেছিল জঙ্গিরা। আর তখনই শোনা গিয়েছিল, তাদের নিশানা ছিল লিওনেল মেসিরা। ঘটনাটির বর্ষপূর্তি যখন এগিয়ে আসছে, তখন জানা গেছে  নতুন তথ্য,  গত বছর ২০ আগস্ট নাকি ন্যু ক্যাম্পে হামলার পরিকল্পনা ছিল তাদের।

স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার খবরে বলা হয়েছে, গত বছর ২০ আগস্ট ন্যু ক্যাম্পে ছিল বার্সেলোনা-বেটিস ম্যাচ। সে ম্যাচেই নাকি হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের।

দেশটির গোয়েন্দারা দাবি করেছে, শুধু ন্যু ক্যাম্পেই নয়, বেশ কিছু জায়গায় হামলার ছক কষেছিল জঙ্গিরা। তদন্তে নাকি জানা যায়, সেই হামলার সঙ্গে জড়িত মোহাম্মদ হিশামির মোবাইলে বার্সেলোনার স্টেডিয়ামের ছবি পাওয়া গিয়েছিল। আর এতেই ধারণা কারা হয়, তাদের লক্ষ্য ছিল ন্যু ক্যাম্পও।

এর আগে রাশিয়া বিশ্বকাপেও জঙ্গি হামলার আশঙ্কা ছিল। মেসির চোখ দিয়ে ঝরে পড়ছে রক্তধারা, এমনই ভয়াবহ ছবিসহ পোস্টার ছড়িয়ে ছিল ইসলামিক স্টেট (আইএস)। আইএস নাকি সে সময় আত্মঘাতী হামলা চালাতে তৈরি। তাদের সে সময় তাদের প্রকাশ করা ছবির পটভূমি ছিল রাশিয়ার শহর।

যদিও পরে রাশিয়ায় কোনো হামলা হয়নি। ভালোয় ভালোয় শেষ হয়েছে আসরটি।