ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৬:৪৩:৪৪

ছানির সার্জারি কখন করতে হয়?

| ৩০ পৌষ ১৪২৫ | Sunday, January 13, 2019

ছানির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ডা. শাহীন রেজা চৌধুরী।

চোখের ছানির অন্যতম চিকিৎসা সার্জারি। এই সার্জারি কখন করতে হয়,  এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১৬তম পর্বে কথা বলেছেন ডা. শাহীন রেজা চৌধুরী।

বর্তমানে ডা. শাহীন রেজা চৌধুরী ঢাকা ন্যাশন্যাল মেডিকেল কলেজে চক্ষু বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : ছানির চিকিৎসায় সার্জারি কখন করা হয়?

উত্তর : সবসময় আমরা করি না। যতক্ষণ পর্যন্ত সে চশমা দিয়ে দেখতে পায়, ততক্ষণ পর্যন্ত করি। ছানি হলে একমাত্র চিকিৎসা, শেষ চিকিৎসা হলো অস্ত্রোপচার। অনেক সময় টাকার কারণে রোগীর আর্থিক অবস্থার কারণে রোগী নিজেও চায় না, তখন যদি আমরা দেখি চশমা দিয়ে কাজ হচ্ছে, তখন আমরা কিছুদিনের জন্য চশমা দেই। কিন্তু শেষ পর্যন্ত তাকে অস্ত্রোপচার করতেই হয়। লেন্সটা বের করে চোখের ভেতর একটি নতুন লেন্স দেই। একে বলে ইন্টারকুলার লেন্স। এই লেন্স সার্জারিটা এখন সারা বিশ্বে এবং প্রচলিতভাবে সব জায়গাই হচ্ছে। আগে আমরা গ্রামে গ্রামে ক্যাম্প করতাম, ওখানে লেন্স দেওয়া যেত না, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এই ক্যাম্পগুলো বন্ধ করে দিয়েছে। হসপিটাল যেখানে রয়েছে, সেখানে আপনাকে ছানি অস্ত্রোপচার করাতে হবে।