ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ২০:৫০:২৮

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

চীন, ইউএনডিপি, ইউএনএফপিএ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করেছে

| ২৮ মাঘ ১৪২৪ | Saturday, February 10, 2018

ঢাকা : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (্ইউএনডিপি) এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সঙ্গে চীন সরকার গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসনে সহায়তা দিতে মানবিক সাহায্য আরো বাড়িয়েছে।
ইউএনডিপি, ইউএনএফপিএ এবং নীলফামারী জেলা প্রশাসনের সঙ্গে একত্রে বাংলাদেশে চীনা দূতাবাস আজ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
ঘর নির্মাণের জন্য সিজিআই সিট এবং গৃহস্থালী সামগ্রী ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে। ইউএনডিপি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।
সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশে চীনের ইকোনমিক এন্ড কমার্শিয়াল কাউন্সেলর লী গুয়াঙজুন, ইউএনডিপি কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, ইউএনএফপিএ’র উপ-প্রতিনিধি লোরি কাটো এবং নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খালেদ রহিম ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
গত বছর বন্যায় দেশের উত্তরাঞ্চলের ৩১টি জেলায় প্রায় ৭০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৮২ হাজার ঘরবাড়ি ধ্বংস এবং আরো অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য ৩ লাখ ২০ হাজার লোকের সহযোগিতা প্রয়োজন।
দ্রুত পুনর্বাসনের জন্য ইউএনডিপি’র সঙ্গে অংশ নিয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ৪০ লাখ ডলার সরবরাহ করেছে।
যৌথ উদ্যোগের অংশ হিসেবে কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া এবং নীলফামারী জেলায় মোট ১৩ হাজার ৯১০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর আশা প্রকাশ করেন, চীন এবং ইউএনডিপি থেকে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি এজন্য চীন ও ইউএনডিপিকে ধন্যবাদ জানান।
মন্ত্রী লিঙ্গভিত্তিক সহিংসতা বিবেচনা করে রোহিঙ্গা নারী এবং তরুণীদের বাড়তি যতœ নেয়ার জন্য ইউএনএফপিএ’র প্রশংসা করেন।
লী গুয়াঙজুন বলেন, চীন বন্যায় ক্ষতিগ্রস্ত এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল এবং তিনি অন্যান্য সংস্থার সঙ্গে অংশীদারিত্বে ইউএনডিপি’র মাধ্যমে মানবিক সহায়তার প্রশংসা করেন।