ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৭:২৭:৫৬

চিকুনগুনিয়া জ্বরে জটিলতা কী?

| ৮ শ্রাবণ ১৪২৪ | Sunday, July 23, 2017

 

অনেক জ্বর ও তীব্র জয়েন্ট ব্যথা চিকুনগুনিয়া জ্বরের লক্ষণ। এই রোগে কী জটিলতা হতে পারে? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮০০তম পর্বে কথা বলেছেন ডা. শামীম আহম্মেদ। তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও অধ্যাপক।

প্রশ্ন : চিকুনগুনিয়া জ্বরে কী জটিলতা হতে পারে?

উত্তর : আর্থ্রাইটিসের জটিলতা হতে পারে। এই ব্যথাটাই সমস্যা। আপনার যদি বয়স বেশি থাকে, ডায়াবেটিস থাকে, সে ক্ষেত্রে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। সে জন্য আমরা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিতে পারি। তবে এমনি দিতে হয় না। আপনি প্যারাসিটামল দেন, পানি খাওয়ান। আর জটিল অবস্থায় নড়াচড়া না করাই ভালো। একটু ঠিক হলে নড়াচড়া করা ঠিক হবে।