ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০১:৩৫:৫৩

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

চাঁদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

| ২০ অগ্রহায়ন ১৪২৮ | Saturday, December 4, 2021

চাঁদপুর: জেলার হাজীগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- কুমিল্ল¬া  জেলার চান্দিনা  পৌরসভার ১নম্বর ওয়ার্ড  বেলাশ্বর এলাকার মৃধাবাড়ির বাসিন্দা  মো.  সোহাগ  হোসেন (৩০),  মো. মনির  হোসেন (৩০) ও  মো. সুজন  হোসেন (২৬)।
পুলিশ জানিয়েছে, তারা চাঁদপুর শহরের বড়স্টেশন  মোলহেড এলাকায় ঘুরতে এসেছিলেন। শুক্রবার বেলা সোয়া ১টার দিকে চাঁদপুর-কুমিল্ল¬া সড়কের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার  ধেররা সিএনজি পাম্প সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, তারা ছয়জন দুইটি  মোটরসাইকেলযোগে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে এসেছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ  পৌরসভার ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কুমিল্ল¬াগামী একটি  বোগদাদ পরিবহণের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেলে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর সড়কের দুইদিকে শতাধিক গাড়ি আটকা পড়ে।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই)  মো. জয়নাল আবেদীন নিহতদের লাশ উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। মোটরসাইকেলটি চাপা দিয়ে চালক বাস চালিয়ে পালিয়ে যাওয়ার  চেষ্টা করে। পরে স্থানীয়রা বাসটিকে হাজীগঞ্জ বাজারে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ঘটনাস্থল  থেকে নিহত তিনজনের লাশ সুরতহাল রিপোর্ট  শেষে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা  নেয়া হবে।