ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০৭:১৬:১২

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

গৌর পূর্ণিমা উপলক্ষে না,গঞ্জ ইস্কনের বর্ণাঢ্য শোভাযাত্রা:হিন্দু ফোরাম ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের অংশগ্রহন।

| ৭ চৈত্র ১৪২৫ | Thursday, March 21, 2019

Image may contain: 12 people, including Ranodhir Kumar Jit, Manik Chandra Sharkar, Liton Chandra Paul and Sonar Chaitanya Das, people smiling, people standing, wedding and outdoorশ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩২তম শুভ আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে ২১মার্চ বৃহস্পতিবার এক বর্ণাঢ্য হরিনাম সংকীর্ত্তন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দেওভোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির হতে সকাল ৯টায় শহরের দেওভোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গন হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রাসহ প্রতিবছরের ন্যায় এবারো উৎসবটি পালন করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ইসকন নারায়নগঞ্জ। মন্দির অধ্যক্ষ শ্রীপাদ হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী এর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সি আই পি অমল পোদ্দার , অন্যান্য অতিথীদের মধ্যে উপস্থিত থাকবেন ডাঃ দীলিপ কুমার দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের  কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল মানিক চন্দ্র সরকার, রাজীব রায়সহ ইস্কন ও সর্বস্তরের ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে চন্দ্রোদয় পর্যন্ত নির্জলা উপবাস , সকাল ৮টায় সংকীর্তন সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিকেল ৪টায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, সন্ধ্যা ৬টায় শ্রীমম্নহাপ্রভুর মহা অভিষেক, ৭ টায় গৌর আরতি ও রাত সাড়ে ৮টায় অনুকল্প প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হবে শুভ গৌর পূর্ণিমা ২০১৯ইং  । উক্ত অনুষ্ঠানমালা সফল করতে সকলের সবান্ধব উপস্থিতি ও সহযোগীতা একান্তভাবে কাম্য করেছেন উদ্যোক্তরা।

Image may contain: 10 people, including Manik Chandra Sharkar and Prodip Sarker, people smiling