ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:০৯:০১

গুল দিয়ে দাঁত মাজলে কি দাঁতের গোড়া শক্ত হয়?

| ৬ কার্তিক ১৪২৪ | Saturday, October 21, 2017

দাঁতের ক্ষেত্রে গুল ব্যবহার করা ঠিক নয়। ছবি : সংগৃহীত

আমাদের দেশে অনেকেই রয়েছেন, যারা মনে করেন গুল দিয়ে দাঁত মাজলে দাঁতের গোড়া শক্ত হয় এবং দাঁত ভালো থাকে। তাদের এই ধারণা ভুল তো বটেই উল্টো গুল মুখের জন্য ক্ষতিকরও।

দাঁতের গোড়া নরম হওয়ার অন্যতম কারণ হলো জিনজিভাইটিস বা মাড়ির প্রদাহ। মাড়ির এই প্রদাহ দীর্ঘ চিকিৎসার মাধ্যমে ভালো করা যায়। কিন্তু সেই চিকিৎসার কোথাও গুলের কোনো ভূমিকা নেই।

গুল এক ধরনের নেশাজাতীয় ক্ষতিকর পদার্থ। তাই দাঁতের মাড়িতে এটি ব্যবহার করলে মাড়ির ব্যথা তাৎক্ষণিকভাবে কিছুটা উপশম হলেও প্রকৃতপক্ষে রোগীর কোনো চিকিৎসাই হয় না। উপরন্তু দীর্ঘদিন এই গুল ব্যবহার করলে মুখের ক্যানসারও হতে পারে। তা ছাড়া গুল মুখে ধূমপানের মতোই ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে ক্যানসার বিশেষজ্ঞরা মনে করেন। কাজেই মিথ্যা ধারণার বশবর্তী হয়ে আর দাঁতে গুল ব্যবহার করবেন না। দাঁত ব্যথার জন্য কিংবা দাঁতের গোড়া নরম হয়ে গেলে  দন্ত চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করান। দেখবেন দাঁতের যন্ত্রণা লাঘব হয়েছে। গুল ব্যবহারের ভুল সীদ্ধান্ত পরিহার করে মুখগহ্বরের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করুন।

লেখক : ডা. সজল আশফাক-সহযোগী অধ্যাপক হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ