ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৪:২৫:২৫

গাঁটে ব্যথা কাদের বেশি হয়?

| ২৭ আশ্বিন ১৪২৪ | Thursday, October 12, 2017

 

গাঁটে ব্যথা বিভিন্ন কারণে হয়। সাধারণত ভিটামিন ‘ডি’-এর অভাবে, স্থূলতা, কম ওজন ইত্যাদির কারণে গাঁটে ব্যথার সমস্যা হয়। গাঁটে ব্যথা সব বয়সেই হতে পারে। তবে নারীদের ক্ষেত্রে গাঁটে ব্যথার সমস্যা পুরুষের তুলনায় কম বয়সে হওয়ার ঝুঁকি থাকে।

গাঁটে ব্যথা কাদের বেশি হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৭১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক জোনাইদ শফিক। বর্তমানে তিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে পেইন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : সাধারণত কোন বয়সে গাঁটে ব্যথা বেশি হয়?

উত্তর : রিউমাটয়েড আরথ্রাইটিস বা যাকে গিঁটবাত বলি, সেটি আসলে যেকোনো বয়সে হতে পারে। হাড় ক্ষয়ের জন্য যে বাত হয় সেটি বাংলাদেশের মেয়েদের সাধারণত ৩৫ থেকে ৪৫-এর মধ্যে বেশি হয়। ছেলেদের ৪৫ থেকে ৫৫, তখন বেশি হয়।
নারীদের আগে হওয়ার অন্যতম কারণ হলো আগেভাগে ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া। আর ছেলেদের বেলায় দেরিতে হয়, কারণ, ছেলেদের হাড়গুলো শক্ত।

সূত্র: http://www.ntvbd.com/health/159387/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%B9%E0%A7%9F