ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০১:৪৬:১৯

গর্ভাবস্থায় চেকআপ কতবার হওয়া উচিত?

| ২১ শ্রাবণ ১৪২৪ | Saturday, August 5, 2017

 

গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতা থেকে রক্ষা পেতে অ্যান্টিনেটাল চেকআপ বা গর্ভকালীন চেকআপ জরুরি। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮১৩তম পর্বে কথা বলেছেন ডা. শারমিন আব্বাসী। বর্তমান তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : অ্যান্টিনেটাল চেকআপ কতবার হওয়া উচিত?

উত্তর : আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে চারবার আসবে আমাদের কাছে। তবে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায়, কিন্তু এটি নয়। আপনি যে চিকিৎসককে দেখাবেন তিনি আপনাকে আপনার প্রয়োজন অনুসারে আসতে বলবেন। এই ক্ষেত্রে আপনার এক মাসে দু-তিনবারও আসতে হতে পারে। চারবারও আসতে হতে পারে। দুদিন, তিনদিন পরও আসতে হতে পারে। এটি নির্ভর করছে আপনার শারীরিক কী সমস্যা হচ্ছে, আপনার পরীক্ষার কী অবস্থা? এর ওপর। আপনার চিকিৎসক বলে দেবেন পরবর্তী ফলোআপ কবে হবে।