ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৩:২৬:২১

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

খুব সতর্ক হয়ে লিখতে বললেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন

| ১২ ভাদ্র ১৪২২ | Thursday, August 27, 2015

নরসিংদী সার্কিট হাউস মিলনায়তনে আজ বুধবার বিকেলে জেলা প্রশাসন সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন

আজ বুধবার বিকেলে নরসিংদী সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী

সৈয়দ মহসিন আলী বলেন, ‘এখন যদি আপনারা মনে করে এই দেশটা আমরা এমনি বানিয়েছি আমাদের পরিশ্রম নাই, আর আপনারা যা ইচ্ছা তা লিখে যাবেন আর আমরা আপনাদেরকে ইয়ে করব। এইটাএক কম্পিউটার দিয়ে মিথ্যা করে একজন মন্ত্রীর বিরুদ্ধে যা ইচ্ছা তাই লিখে দেবেন আর আপনাদেরকে ছেড়ে দেবে মন্ত্রী- সে কথা ভাববেন না। খুব সতর্ক হয়ে লেখালেখি করবেন।

রানা প্লাজার দুর্ঘটনার খবর দৃশ্য ঘন ঘন দেখিয়ে টেলিভিশন চ্যানেলগুলো সারাবিশ্বে বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে- এমন অভিযোগ করে সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেশের যখন ক্ষতি করতে পারেন। রানা প্লাজা করে আপনারা সারা বিশ্বের কাছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে দিয়েছেন। রানা প্লাজার মতো ঘটনাটুইন টাওয়ার যদি আমেরিকাতে হয়ে থাকে। কয়টা লাশ দেখেছেন? আপনারা যে বারবার টেলিভিশনে এবং সংবাদ মাধ্যমে লাশ দেখিয়েছেনযার জন্য আমাদের কোটা সিস্টেম তুলে দিল আমেরিকা। দেশাত্ববোধ যদি থাকত আপনাদের তাহলে এই কাণ্ডটা করতেন না।’ 

সৈয়দ মহসিন আলী আরো বলেন, বিশ্বব্যাংক আমাদের সঙ্গে বেঈমানি করেছে। আমরা নিজেদের পয়সার আজকে পদ্মা সেতু করছি। আমাদের নেত্রীর সে সাহস ছিল বলে আজকে পদ্মা সেতু হয়ে যাচ্ছে। 

ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাঁরা লেখালেখি করেন তাঁদের খুব সতর্ক হয়ে লেখালেখি করার পরামর্শ দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী না হলে তথ্য-প্রযুক্তি আইন আছে, এর মাধ্যমে জীবন বিপন্ন হবে বলেও সতর্ক করেন তিনি

নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী- শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ বিভিন্ন প্রিন্ট ইলেক্টনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন