ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৫:৪৪:৪২

এ পাতার অন্যান্য সংবাদ

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত গাজায় ইসরাইলের জোর হামলায় ৫৫ জন নিহত : হামাস হিজবুল্লাহ ‘লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে’: ইসরায়েল সামরিক বাহিনী গাজায় ৪ লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

খাসোগির লাশ কোথায় তা জানে না সৌদি আরব

| ২৯ মাঘ ১৪২৫ | Monday, February 11, 2019

ওয়াশিংটন : রিয়াদ নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগির দেহাবশেষ ঠিক কোথায় আছে তা জানে না। এ হত্যাকা-ের সঙ্গে জড়িত সৌদি নাগরিকেদের আটক করা হলেও তার লাশের সঠিক স্থান সনাক্ত করতে পারেনি দেশটি।
রোববার প্রচারিত এক সাক্ষাতকারে সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক এক উচ্চপদস্থ কর্মকর্তা একথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যার পর খাসোগিকে কেটে টুকরো টুকরো করা হয়। তবে এখনো তার দেহাবশেষ পাওয়া যায়নি।
সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী আদেল-আল-জুবেইর বলেন, এই ঘটনায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সিবিএস টিভির বিশেষ অনুষ্ঠান ‘ফেস দ্য নেশন’-এ দেয়া এই সাক্ষাতকারে খাসোগির লাশ কোথায় জানতে চাওয়া হলে এর জবাবে তিনি বলেন, ‘আমরা জানি না।’
জুবেইর বলেন, এই মামলায় দায়িত্বরত রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরস্কের কাছে প্রমাণ চাইছেন। কিন্তু তুরস্ক তাকে কিছু জানায়নি।
কেন আটককৃতরা তাদের জানাতে পারছে না যে তার লাশ কোথায় আছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ আমরা এখনো তদন্ত করছি।’
জুবেইর বলেন, ‘আমরা বেশ কয়েকটি সম্ভাব্যতা খতিয়ে দেখছি। আমরা লাশটি সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করে যাচ্ছি। আমি মনে করি এই চলমান তদন্তে আমরা সত্যটি জানতে পারব।’
জুবেইর শুক্রবার এই সাক্ষাতকার প্রদান করেন। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন পোস্টের সাংবাদিক খাসোগি হত্যাকা-ের সঙ্গে সৌদি যুবরাজ সালমানের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট করতে কংগ্রেস তাকে যে সময় বেঁধে দিয়েছিল তা শেষ হয়। তবে ট্রাম্প এ ব্যাপারে কিছুই জানাননি।