ঢাকা, এপ্রিল ১৮, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৬:০৮:২০

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের ছেলে ও আওয়ামী নেতার মেয়ের বিয়ে !

| ৩ পৌষ ১৪২১ | Wednesday, December 17, 2014

 

 

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বড় ছেলে তানভীর রহমান বিশ্বাস ওরফে মিথুন বিশ্বাসের সঙ্গে পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমনের মেয়ে তাহজিদ হাসান তরণীর বিয়ে হয়েছে। শনিবার ছিল বিয়ে পরবর্তী বৌ-ভাতের অনুষ্ঠান। এ উপলক্ষে শহরের অদূরে আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বৌ-ভাতের হলেও আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠ পরিণত হয় সর্বদলীয় রাজনৈতিক নেতা-কর্মীর সম্প্রীতির মিলনমেলা। অনুষ্ঠানে প্রায় ২৫ হাজার লোকের সমাগম হয়। কলেজ মাঠ থেকে লাইব্রেরি বাজার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরিস্থতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়। রাজপথে দ্বন্দ্ব-সংঘাত থাকলেও এই অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেন এবং পরস্পর কুশল বিনিময় করেন। নব্বই দশকের ছাত্র গণআন্দোলনের নেতারা একে অপররের সঙ্গে সব ভেদাভেদ ভুলে পুরনো স্মৃতিচারণে মেতে ওঠেন। বরের পিতা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস আমন্ত্রিত সব অতিথিকে স্বাগত জানান। বৌ-ভাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাবুদ্দীন চুপ্পু, পাবনা সদর আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সাবেক এমপি পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি ওয়াজিউদ্দিন খান, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মোশারোফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, গণফ্রন্টের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, পাবনা জেলা বিএনপি সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ মতিন মিয়া, সাবেক এমপি আওয়ামী লীগ নেতা পাঞ্জাব বিশ্বাস, শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, গিভেন্সি গ্রুপের প্রধান খতিব জাহিদ মুকুল, পাবনা চেম্বারের সভাপতি আলহাজ আবদুল লতিফ বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সম্পাদক আহমেদ উল হক রানা, উত্তরবঙ্গ পরিবহন মালিক সমিতির সভাপতি বেবী ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিব, উত্তরবঙ্গ ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল হোসেন খান মোহন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আওয়াল কবির জয়, জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী, ছাত্র উপদেষ্টা ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, প্রফেসর শিবজিত নাগ, জেলা জামায়াত আমির মাওলানা আবদুর রহিম, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ ইকবাল হোসাইন, জেলা ছাত্রদল সভাপতি হিমেল রানা, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ সুইট, ছাত্রলীগ সভাপতি আহমেদ শরীফ ডাবলু, বিশিষ্ট ব্যবসায়ী চ্যানেল আই পরিচালক রবিউল ইসলাম রবি, রানা প্রপার্টিজের রুহুল আমিন বিশ্বাস রানা, মাসপো গ্রুপের এমডি আলী মোর্তজা সনি বিশ্বাস, গোলাম রব্বানী কামনাসহ বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতসহ বিভিন্ন দলের ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খাওয়া-দাওয়াসহ এই মিলনমেলা চলে দুপুর ১২টা থেকে একটানা রাত ৮টা পর্যন্ত।