ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৭:২৭:২৫

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

কোদাল হাতে গঙ্গা সাফাই অভিযানে প্রধানমন্ত্রী

| ২৪ কার্তিক ১৪২১ | Saturday, November 8, 2014

10806996_1506505242937532_1190213919_n

বারাণসীতে দু’দিনের সফর সেরে নয়াদিল্লি ফিরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে যাওয়ার আগে বারাণসীর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গেলেন। এছাড়া অসি ঘাট সাফাই অভিযানে অংশগ্রহণ করে বারাণসী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা যেমন দিলেন, তেমনই বয়ন শিল্পীদের শিল্পকলা বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়ার কথাও জানান। বারাণসীর উন্নয়নের ব্যাপারে তিনি যে অখিলেশ সরকারের কোনও বাধা মানবেন না, সেকথাও এদিন স্পষ্ট করে দেন মোদী। শুক্রবার বারাণসী সফরের প্রথম দিন বাণিজ্য সহায়তা কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং জয়পুর গ্রাম দত্তক নেওয়ার মধ্য দিয়ে কাজ শুরু করেছিলেন মোদী। শনিবার সফরের দ্বিতীয় দিনে সম্পূর্ণ অন্য রূপে পাওয়া গেল তাঁকে। এদিন সকাল ৮টা ৪০ মিনিটে গঙ্গা পুজো করে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী। গঙ্গাপুজো, গঙ্গা আরতি করার পর ন’টা নাগাদ গঙ্গা সাফাই অভিযান শুরু করেন তিনি। সাদা পায়জামা-পাঞ্জাবি পড়ে, কপালে চন্দনের তিলক কেটে ঝাড়ু হাতে অসি ঘাট সাফাই শুরু করেন তিনি। কোদাল দিয়ে মাটিও কাটেন। বলেন, আগামী এক মাসের মধ্যে বারাণসীর মানুষকে তিনি স্বচ্ছ গঙ্গা উপহার দেবেন। ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ন’জনকে মনোনীত করেছেন এবং সেই তালিকায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও রয়েছেন বলে জানান মোদী। গঙ্গা সাফাই অভিযানের পর কাশী শহরের কিছুটা দূরে বয়ন বাণিজ্য সহায়তা কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন নরেন্দ্র মোদী। এই ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানেই অখিলেশের বিরুদ্ধে তোপ দেগে মোদী বলেন, সিটি সেন্টারের কাছাকাছি স্থানে তিনি বয়ন বাণিজ্য সহায়তা কেন্দ্র স্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু রাজ্য সরকার সেখানে জমি দিতে না চাওয়ায় তা সম্ভব হয়নি। তবে রাজ্য সরকার সহায়তা না করলেও বারাণসীর বয়ন শিল্পীদের শিল্পকলা বিশ্ব বাজারে ছড়িয়ে দিতে তিনি সমস্ত রকম ব্যবস্থা করবেন এবং বারাণসীকে নিয়ে তাঁর অনেক বড় পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বয়নশিল্পীদের ‘ই-কমার্স’-এর উপর জোর দেওয়ার কথাও বলেন তিনি। যদিও বারাণসীর উন্নয়নের কাজে রাজ্য সরকারের জমি দিতে কোনও অসুবিধা নেই এবং তাঁর সরকার সমস্ত রকম সাহায্য করবে বলে ওই অনুষ্ঠানেই প্রতিশ্রুতি দেন অখিলেশ যাদব। এদিন মোদীর গঙ্গা সাফাই অভিযান দেখতে এবং বয়ন বাণিজ্য সহায়তা কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপনে তাঁর বক্তৃত্বা শুনতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। যা মুলায়মের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।