ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১১:২২:০৯

এ পাতার অন্যান্য সংবাদ

টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র পুনর্বাসন না করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া সংসদ অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আপিলে দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন নির্বাচনে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি সেনাবাহিনী চায় ইসি : পিএসও আদালত আবমাননায় বিচারক সোহেল রানার সাজার বিরুদ্ধে আপিলের রায় ২৩ জানুয়ারি রাজধানীর ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগের ঘটনায় ৪ জন গ্রেফতার : ডিএমপি নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা, জানালেন ইসি

কোটালীপাড়া মন্দিরের জায়গা দখলের পাঁয়তারা

| ২২ আষাঢ় ১৪২২ | Monday, July 6, 2015

jomi.jpg

গোপালগঞ্জের কোটালীপাড়ার ভট্টের বাগান মন্দিরের ৮৪ শতাংশ জায়গা দখলে নিতে পাঁয়তারা করছে হাবিল বিশ্বাস নামে এক কৃষক। দখলদার ওই জায়গা দখলে নিতে সেখানে কলা গাছ রোপণ করেছে। মন্দিরের পুকুরে মাছ চাষ করেছে। মন্দিরের সীমানা পিলার তুলে ফেলেছে। জোর করে ড্রেজার বসিয়ে মন্দিরের পুকুর থেকে মাটি কেটে নিয়েছে। গত মার্চে মন্দিরের ৩শ বছরের ঐতিহাসিক বার্ষিক মেলার আয়োজন করা হয়। মন্দিরের জায়গায় মেলার দোকানপাট বসাতে গেলে হাবিল বিশ্বাস বাধা দেয়। এ ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল এ ব্যাপারে দুপক্ষকে নোটিশ করেছেন। মন্দির কমিটির সহ-সাধারণ সম্পাদক অশোক কর্মকার জানান, কোটালীপাড়া উপজেলার ঊনশিয়া গ্রামের ভট্টাচার্যদের বাগানে প্রায় ৩শ বছর আগে মন্দির প্রতিষ্ঠা করা হয়। এ মন্দিরের ৪৭ শতাংশ সম্পত্তি দেবত্তর সম্পত্তি হিসেবে রেকর্ড রয়েছে। মন্দিরের পাশের ১১১ শতাংশ সম্পত্তি সরকারের ক তপসিলভুক্ত রয়েছে। এ জমি সরকারের কাছ থেকে মন্দির কমিটি বন্দোবস্ত নিয়েছে। এর মধ্যে ২৭ শতাংশের একটি পুকুর মন্দিরের দখলে রয়েছে। বাকি ৮৪ শতাংশ সম্পত্তি হাবিল বিশ্বাস দখলে নিতে পাঁয়তারা করছে। ওই ৮৪ শতাংশের মধ্যে ২টি পুকুর ও জমি রয়েছে। মন্দির কমিটির সভাপতি শ্যামল সেন জানান, বিভিন্ন সময়ে হাবিল ওই জমিতে ঘর তুলেছে। পুকুরে ড্রেজার বসিয়ে বালু কেটে নিয়েছে। ইউএনও মোহাম্মদ মিকাইল বলেন, মন্দির সংলগ্ন জায়গার মালিক হাবিল বিশ্বাস মন্দিরের জায়গা দখলে নিতে পাঁয়তারা করছে। মন্দির কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে আমার কাছে অভিযোগ করা হয়েছে। তবে শুনেছি জমিটি ক তপসিলভুক্ত। আমরা দু পক্ষকেই এ ব্যাপারে নোটিশ করেছি।