ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৭:৩১:০৪

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

কোচিং না করায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না রাকিবুলের

| ২২ মাঘ ১৪২৫ | Monday, February 4, 2019

কোচিং না করায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না  রাকিবুলের

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)। ছবিঃ গুগল ম্যাপ থেকে।

স্কুলে কোচিং না করায় এ বছর এসএসসি পরীক্ষার্থী হয়েও পরীক্ষা দিতে পারেনি রাকিবুল। সে ঈশ্বরগঞ্জ উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি পরীক্ষার্থী রাকিবুল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড আনতে স্কুলে গেলে কর্তব্যরত অফিস সহকারী তাকে জানায়, ফরম পূরণে ত্রুটিজনিত কারনে বোর্ড থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড আসেনি। পরে সহপাঠীদের কাছে রাকিবুল জানতে পারে যে তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড অফিসে এসেছে।

গত ৩১ জানুয়ারি অধ্যক্ষের নিকট গিয়ে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড চাইলে তিনি ফরম পূরণসহ অন্য বকেয়া থাকায় প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দিবেন না বলে জানান। ৩ ফেব্রুয়ারি পরীক্ষার্থী তার অভিভাবক বড় ভাই জুলহাসকে নিয়ে অধ্যক্ষ সাহেবের কাছে প্রবেশপত্র দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করলে তিনি জানান তার বিদ্যালয়ে নির্ধারিত কোচিং না করায় তাকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না।

এ বিষয়ে জানার জন্য অধ্যক্ষ আব্দুল হালিমকে বারবার ফোন করেও পাওয়া যায়নি।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ‘পরীক্ষার আগে ওই পরীক্ষার্থী কোন অভিযোগ করেনি। আগামি পরীক্ষাগুলো দেয়ার জন্য পরীক্ষার্থীকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দিতে অধ্যক্ষকে বলা হয়েছে । পরীক্ষার্থীর অভিযোগ তদন্ত করে দেখা হবে।’

আরও পড়ুনঃ ঈশ্বরদীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেফতার

উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া জানান, ‘অধ্যক্ষ আমাকে জানিয়েছেন ওই পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড নিতে তার অফিসে যায়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’