ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:২৯:২০

কেন ত্বক শুষ্ক হয়?

| ১৯ অগ্রহায়ন ১৪২৪ | Sunday, December 3, 2017

অনিয়ন্ত্রিত জীবনযাপন ত্বক শুষ্ক করে দিতে পারে। ছবি : সংগৃহীত

ঘুম থেকে উঠে মুখে হাত দিলেই কেমন খসখসে অনুভব হচ্ছে? পরিষ্কার করার পরেই যেন রুক্ষ ভাব ফুটে উঠছে? ত্বকের উজ্জ্বলতা, নমনীয়তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে?

আমাদের মাঝে অনেকেই এসব সমস্যার সম্মুখীন হন। তাদের জানিয়ে দিচ্ছি, এই বিশেষ ধরনের ত্বককে শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন বলা হয়। শুষ্ক ত্বকে দেখা দেয় নানা ধরনের রোগ।

কেন ত্বক শুষ্ক হয়?

ত্বকের ৬০ ভাগ পানি থাকে। এটি আর্দ্রতা রক্ষা করে, আর ওয়েলগ্ল্যান্ডগুলো থেকে তৈরি সেবাম প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। কোনো কারণে ত্বক আর্দ্রতা হারালে ওয়েলগ্ল্যান্ডগুলোকে সেবাম তৈরিতে বাধা দেয়, তখন ত্বক শুষ্ক-রুক্ষ, প্রাণহীন হয়ে পড়ে। আবার অনেকের ত্বকের ধরনই শুষ্ক থাকে।

এ ছাড়া আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, পরিমিত বিশ্রামের অভাব, জাঙ্ক ফুড গ্রহণ, কমার্শিয়াল ক্যাফেইনেটেড ড্রিংকয়ে আসক্তি, ত্বকের যত্নের রুটিন মেনে না চলা, আবহাওয়ার পরিবর্তন ইত্যাদি ত্বককে শুষ্ক করে দেয়।

আবার বাতাসে আর্দ্রতা ও তাপমাত্রা কমতে থাকলে শরীরের আর্দ্রতা কমে যায়। ত্বক শুষ্ক হয়ে পড়ে। সাধারণত এসব কারণে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়।

লেখক : ডার্মাটোলজিস্ট শিওরসেল মেডিকেল বিডি লি.