ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০৫:০৬:৫২

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগ

| ৮ পৌষ ১৪২১ | Monday, December 22, 2014

 

কুষ্টিয়ার মিরপুরে শুক্রবার রাতে এক আওয়মী লীগ কর্মী নিহতের জেরে প্রায় ২২টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশি পাহারার মধ্যে বাড়িঘরে হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটছে। অনেকে আবারও হামলার আশংকায় বাড়ির আসবাবপত্র নিয়ে অন্যত্র চলে গেছে। এদিকে শনিবার সকালে ময়নাতদন্ত শেষে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের লাশ বিকালে দাফন করা হয়েছে। তবে শনিবার বিকাল পর্যন্ত হত্যা ও বাড়ি পোড়ানোর ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোড়াদহ গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নুরুল ইসলামসহ চারজন গুরুতর আহত হয়। রাত পৌনে ৮টার দিকে নুরুল ইসলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হত্যার খবর পেয়ে এলাকায় নুরুল ইসলামের সমর্থকরা রাত ১০টার দিকে পারভেজ ইসলামের সর্মথকদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে তারা একে একে ১২টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়ির আসবাবপত্রসহ সব খাদ্যশস্য পুড়ে যায়। বাড়ির বাইরে রাখা ধানের খড়ের গাদায় শনিবার দুপুর পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পোড়াদহ নতুন বাজার এলাকায় নুরুল ইসলামের প্রায় ৩০-৪০ জন সমর্থক আবারও দেশীয় লাঠিসোটা নিয়ে পোড়াদহ নতুন বাজার এলাকায় পারভেজ ইসলামের বাড়িসহ প্রায় দশটি বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়ির লোকজন প্রাণ ভয়ে পালিয়ে যায়।শাহিনুজ্জামান নামে এক ব্যক্তি বলেন, তিনি মতিয়ার রহমান নামে পারভেজ ইসলামের এক আত্মীয়ের বাড়ির ভাড়াটে। ওই বাড়িতে আরও তিনটি পরিবার থাকত। হামলাকারীরা ভাড়াটে বাড়িতেও হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর দুপুরের দিকে হামলার শিকার পরিবারগুলো বাকি আসবাবপত্র নিয়ে কান্না করতে করতে অন্যত্র চলে গেছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, বিকাল ৫টা পর্যন্ত কোনো ঘটনারই মামলা হয়নি। এলাকার গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ত্বরিত ব্যবস্থা নেবে।