ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০৫:০৪:৫৮

এ পাতার অন্যান্য সংবাদ

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত গাজায় ইসরাইলের জোর হামলায় ৫৫ জন নিহত : হামাস হিজবুল্লাহ ‘লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে’: ইসরায়েল সামরিক বাহিনী গাজায় ৪ লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

কাশ্মীর থেকে পরিবারতন্ত্র হঠানোর ডাক বিজেপি সভাপতির

| ১১ ভাদ্র ১৪২১ | Tuesday, August 26, 2014

omit-sha.jpg

ইন্টারন্যাশনাল ডেস্ক : কাশ্মীরে  হামলা হলে তার উচিত জবাব দেবে ভারত।  বিজেপি সভাপতি হওয়ার পর প্রথমবার জম্মু-কাশ্মীরে গিয়ে এমন মন্তব্য করলেন অমিত শাহ।জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগে ওমর আবদুল্লাকে নিশানা অমিত শাহ বুঝিয়ে দেন, লোকসভার পর এবারের বিধানসভা ভোটে বিজেপির পাখির চোখ জম্মু-কাশ্মীর।সামনেই জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন। ন্যাশনাল কনফারেন্স বা পিডিপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে কাশ্মীর থেকে পরিবারতন্ত্র হঠানোর ডাক দেন বিজেপি সভাপতি।

সোমবার অমিত শাহের সভার সময়ও কাশ্মীরে পাক হামলা জারি ছিল। আখনুর এবং সাম্বা সেক্টরে ৪০টি বিএসএফ ঘাঁটি ও ২৪টি গ্রাম লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে পাক বাহিনী। সোমবার কাঠুয়ায় সভার আগে আরএসপুরা এলাকায় পাক গোলাবর্ষণে ঘরছাড়া গ্রামবাসীদের শিবির ঘুরে দেখেন বিজেপি সভাপতি। কথা বলেন, ভারতীয় সেনা সদস্যদের সঙ্গেও। পরে সভায় পাক হামলার প্রসঙ্গ তুলেই ওমরকে আক্রমণ করেন অমিত শাহ। বলেন, পাকিস্তান হামলা চালালে তাঁর যোগ্য জবাব দেবে ভারত।কাশ্মীরে জাতীয়তাবাদী সরকার গঠনেরও পক্ষেও কথা অমিত শাহ।লোকসভা নির্বাচনে কাশ্মীরের ছটি আসনের মধ্যে তিনটিই জিতেছে বিজেপি। বিধানসভায় ভোটে সেই সাফল্য ধরে রাখতে এবারে তাদের লক্ষ্য ৮৭টির মধ্যে  অন্তত ৪৪টি আসনে জয়।রাজনৈতিক মহলের ধারনা, বিজেপির ঘোষিত সেই ‘মিশন ফর্টিফোর’ সফল করতেই সোমবার কাশ্মীর অভিযান শুরু করলেন অমিত শাহ।