ঢাকা, এপ্রিল ১৯, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৮:১৬:২৭

এ পাতার অন্যান্য সংবাদ

পূর্ব লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল জিম্মি চুক্তিতে হামাসকে রাজি করাতে মিসর ও কাতারের দ্বারস্থ বাইডেন দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত

কাশ্মির সীমান্তে লড়াই, পালাচ্ছে সীমান্তবাসীরা

| ২৩ পৌষ ১৪২১ | Tuesday, January 6, 2015

  •  

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গুলিবিনিময় চলতে থাকায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সীমান্ত অঞ্চলের গ্রামগুলো থেকে হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

Print Friendly and PDF

0

 

0

 


793

 


 

 

 

 

 

 

 

 

শান্তামানু নামের এক জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গত সপ্তাহে গুলি বিনিময় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার বেসামরিক নাগরিক সীমান্ত অঞ্চলের গ্রামগুলো থেকে পালিয়ে গেছেন।

শাম কুমার নামের ৫৪ বছর বয়সী এক গ্রামবাসী বলেছেন, “আমরা কোনোরকমে পালিয়ে এসেছি, সেখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে।”

“পাকিস্তানি সেনারা দূর-পাল্লার অস্ত্র ব্যবহার করছে। এই প্রথম এ ধরনের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়লাম আমরা,” বলেন তিনি।

তিনি জানান, সীমান্তের সাড়ে তিন কিমি ভিতরের একটি স্কুলে একটি গোলা এসে পড়ার পর তিনি গ্রাম ছেড়ে পালিয়ে এসেছেন।

মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের মধ্যে গুলিবিনিময় অব্যাহত ছিল বলে প্রকাশিত খবরে জানা গেছে।

ভারতীয় এক সেনা কর্মকর্তা বলেছেন, “গোলা বিনিময় অব্যাহত আছে, পাকিস্তানি গোলাবর্ষণের পাল্টা জবাব দিচ্ছি আমরা।”

এর আগে সোমবার পাকিস্তান জানিয়েছিল, “ভারতীয় গোলাবর্ষণের সমুচিত জাবাব দিচ্ছেন” তারা।

উভয়পক্ষ লড়াই শুরু করার দায় পরস্পরের উপর চাপিয়েছে।

২০০৩ সালে দুপক্ষের মধ্যে গুলিবর্ষণ বন্ধ রাখার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হলেও প্রায়ই প্রতিবেশী দেশদুটি পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘণের অভিযোগ তোলেন।