ঢাকা, মার্চ ২৮, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ১৫:৩৬:০৬

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

কাজের মূল্য বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ কাজঘর মালিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত।

| ২ জ্যৈষ্ঠ ১৪৩০ | Tuesday, May 16, 2023

---

গত ১৪ই মে সকাল ১১টায় নারায়ণগঞ্জের নয়ামাটিস্থ রাশু মার্কেটের ওসমান কাজঘরে কাজঘর কাজের মূল্য বৃদ্ধির লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৫১ টি কাজগর প্রতিষ্ঠানের মালিক বৃন্দের উপস্থিতিতে কাজগর মালিক সমিতির সভাপতি মোঃ শওকত আলী খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি টাইমস টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক ও কাজঘর মালিক সমিতির প্রধান উপদেষ্টা মানিক চন্দ্র সরকার,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজঘর মালিক সমিতির উপদেষ্টা ও সমাজকর্মী প্রদীপ কুমার মন্ডল।উক্ত সভায় প্রধান অতিথি মানিক চন্দ্র সরকার তার বক্তব্যে বলেন দেশে সব ধরনের দ্রব্যমূল্যের দাম যে হারে লাগামহীন ভাবে বেড়ে চলেছে তা প্রতিটি মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে,কাজ ঘর শিল্পের মালিক ও শ্রমিকদের বাঁচিয়ে রাখতে এখনই যুগোপযোগী  কাজের মূল্য নির্ধারণ না করা গেলে অচিরেই এই শিল্পটি ধ্বংসের মুখে পড়ে চিরতরে নির্মূল হয়ে যাবে। তাই আমি মনে করি এই শিল্পের মালিক ও শ্রমিকদের বাঁচিয়ে রাখতে কাজের মূল্যবৃদ্ধি সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে । তাই আপনাদের যুগোপযোগী মূল্যবৃদ্ধির দাবীকে আমি যৌক্তিক মনে করে এর প্রতি আমি পূর্ণ সমর্থন করছি। কাজঘর মালিক সমিতির সভাপতি মোঃ শওকত আলী খাঁন বলেন কয়েক যুগ যাবৎ এ শিল্পটি বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে বেঁচে আছে, করোনা মহামারী ও দ্রব্যমূল্য, কর্মচারীর বেতন, সুতা ও মেশিনের যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির কারণে আমাদের এ ব্যবসা পরিচালনা করতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। গত ৭ বছর আগের নির্ধারণ করা মুজরীতে কাজ করা আমাদের পক্ষে এখন আর সম্ভব নয়, তাই আমরা সভায় সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে কাজের যে নতুন মূল্য নির্ধারণ করেছি, তা কার্যকর হবে আগামী ২০ মে থেকে। মালিক সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব চন্দ্র দাস বলেন সর্বসম্মতিক্রমে আমরা কাজের যে নতুন মূল্য নির্ধারণ করেছি তা হোসিয়ারীর মালিকবৃন্দ মেনে নিয়ে অনতিবিলম্বে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করতে হবে। নতুবা দাবী আাদায়ে প্রতিষ্ঠান বন্ধ রাখা সহ রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এ দাবী আদায়ে বাধ্য করা হবে।পরে উপস্থিত নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘটান।