ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ০৮:১৯:৪৫

এ পাতার অন্যান্য সংবাদ

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে রমজানে মুসলমানদের আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ॥ দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাথে জাতিসংঘ দূতদের সাক্ষাত জি৭ নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হলে বাইডেন ও অনিশ্চিত গাজায় ইসরাইলের জোর হামলায় ৫৫ জন নিহত : হামাস হিজবুল্লাহ ‘লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে’: ইসরায়েল সামরিক বাহিনী গাজায় ৪ লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

কলকাতার ঘাড়ে নিশ্বাস ফেলছে এনকেফেলাইটিস

| ১৩ ভাদ্র ১৪২১ | Thursday, August 28, 2014

csfs.jpg

জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় আরও একজন মারা গেছেন। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মেহমুদা খাতুন (৬০)। তিনি জেলার চোপরা এলাকার বাসিন্দা।

এ নিয়ে জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেসরকারি মতে ১৯১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এনকেফেলাইটিসের উপসর্গ নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ১২ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ৭ জন জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত বলে জানা গেছে।

এদিকে কলকাতায়ও বেশ কয়েকজন জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে কলকাতার বাসিন্দা সোনু সাউ এর অবস্থা গুরুতর, তিনি  কোমায় চলে গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এছাড়াও কলকাতার পাশের জেলা বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন হাসপাতালে জাপানি এনকেফেলাইটিসের উপসর্গ নিয়ে অনেকে ভর্তি আছেন বলে জানা গেছে।

রোগীর আত্মীয়-স্বজনরা অভিযোগ করেছেন, অনেকক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের উদাসীনতার কারণে জাপানি এনকেফেলাইটিসের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে না। স্বাস্থ্য দপ্তর বিষয়টিকে লঘু করে দেখছে। যতটা দরকার সেই পরিমাণে তারা সক্রিয় হচ্ছেন না।

তবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রক বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এর প্রতি কড়া নজর রাখছে বলে জানানো হয়েছে।

এদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা থেকে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারের সদস্যদের ধারণা, তাদের শরীরে জাপানি এনকেফেলাইটিসের উপসর্গ ছিলো। তবে মরদেহের পরীক্ষা না হওয়ায় সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

চিকিৎসা সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষিণবঙ্গ তথা কলকাতার ঘাড়ে নিশ্বাস ফেলছে জাপানি এনকেফেলাইটিস। এখনি সতর্ক না হলে বিপদ আরও বাড়তে পারে।