ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:২৮:৫২

করনারি হৃদরোগ কী?

| ১২ শ্রাবণ ১৪২৪ | Thursday, July 27, 2017

 

হৃৎপিণ্ড মানব শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। হৃৎপিণ্ডের ওপরে যে রক্তনালি থাকে, তাকে করনারি আর্টারি বলে। এর বিভিন্ন রোগ হতে পারে। একে করনারি হৃদরোগ বলা হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮০৪তম পর্বে কথা বলেছেন অধ্যাপক এম এ বাকী। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও ইউনিটপ্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : করনারি হার্ট ডিজিস (করনারি হৃদরোগ) বলতে কী বোঝানো হয়?

উত্তর : আসলে হার্ট (হৃৎপিণ্ড) আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সংকোচন ও প্রসারণ করে সারা শরীরে রক্ত সরবরাহ করে। এর মাধ্যমে আমরা বেঁচে থাকি। সারা শরীরের রক্ত সঞ্চালনের দায়িত্ব হার্টের। তবে হার্টের ওপরের যে রক্তনালিগুলো থাকে, এগুলোকে করনারি রক্তনালি বলে। ইংরেজিতে একে করনারি আর্টারি বলে। করনারি রক্তনালিগুলো বিভিন্ন কারণে ব্লক হয়ে যায়। যখন ব্লক হয়, তখন করনারি যে সঞ্চালন, সরবরাহ সেটি বিঘ্নিত হয়। তার ফলে যে রোগগুলো আসে, তাকে বলা হয় করনারি আর্টারি ডিজিস। তার মধ্যে সচরাচর যে নামটি বেশি পরিচিত সেটি হলো হার্ট অ্যাটাক, ইসকেমিক হার্ট ডিজিস, হার্ট ফেইলিউর। এগুলো করনারি হার্ট ডিজিস থেকে চলে আসে।