ঢাকা, এপ্রিল ২৪, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৭:০৪:২১

কমলা প্রিয় বৈষ্ণবী আখড়া পুনরুদ্ধার ও তাঁর স্মৃতি রক্ষার্থে মন্দির ও স্মৃতি জাদুঘর নির্মাণের সহযোগীতার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করল বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সোনারগাঁ উপজেলা শাখা ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা

| ২২ আষাঢ় ১৪২২ | Monday, July 6, 2015

 Hindu MohaJote- এর ছবি

নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নগরর জোয়ার এলাকায় কমলা প্রিয় বৈষ্ণবী আখড়া পুনরুদ্ধার ও তাঁর স্মৃতি রক্ষার্থে মন্দির ও স্মৃতি জাদুঘর নির্মাণের সহযোগীতার জন্য গত ৫জুলাই রোজ রবিবার দুপরে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সোনারগাঁ উপজেলা শাখা ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা ।সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সোনারগাঁ উপজেলা সভাপতি কৃষ্ণ চন্দ্র শীল ও সাঃ সম্পাদক নির্মল চন্দ্র দাস সহ যুব ও ছাত্র মহাজোটের নেতৃবৃন্দ । অবেদন পত্রটি হবুহু তুলে ধরা হল

বরাবর
মাননীয় জেলা প্রশাসক
নারায়ণগঞ্জ।

বিষয় ঃ কমলা প্রিয় বৈষ্ণবী আখড়া পুনরুদ্ধার ও তাঁর স্মৃতি রক্ষার্থে মন্দির ও স্মৃতি জাদুঘর নির্মাণ প্রসঙ্গে। .

মহোদয়,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নির্মল চন্দ্র দাস, পিতা-নিতাই চন্দ্র দাস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, সোনারগাঁ উপজেলা শাখা, নারায়ণগঞ্জ।এই মর্মে আবেদন করিতেছি যে, আপনার জেলাধীন সোনারগাঁ উপজেলার নগরজোয়ার মৌজায় এস.এ. দাগ নং-১৫, ২, আর.এস দাগ নং-৬৮,৭৫, মোট ৮৪ শতাংশ ভূমি ১। কমলা প্রিয় বৈষ্ণবী,২। নন্দলাল সাহা, ও ৩। মেঘনাথ সাহার নামে উভয় পর্চায় রেকর্ডভুক্ত আছে। উক্ত জায়গায় হিন্দু ধর্মীয় বৈষ্ণব মতাদর্শে বিশ্বাসী একজন সাধিকা তাঁর জীবন দশায় মন্দির ও আখড়া স্থাপনে ধর্মীয় নীতি অনুসরণ করে পরম করুনাময় ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা ও আচার প্রচারের মাধ্যমে মানব কল্যাণে নিজ জীবন উৎসর্গ করিয়াছেন। সেহতে উক্ত জায়গাটি “কমলা প্রিয় বৈষ্ণবী” আখড়া নামে জনসাধারণের নিকট পরিচিতি লাভ করে। উক্ত জমির আরো দুই অংশীদার একইভাবে তাঁর মতাদর্শের ছিল বিধায় তাদের কোন সন্তান সন্তানাদী না থাকায় মন্দিরের নামেই উক্ত জায়গা রেখে যায়। কমলা প্রিয় বৈষ্ণবী ব্রহ্মাচারীনী হওয়ায় তাঁহার কোন সন্তান না থাকার কারণে পরবর্তীতে উক্ত মন্দির ও আখড়ায় কোন সেবায়েত না থাকায় মন্দিরের সেবা পূজা ও মন্দিরের স্মৃতি রক্ষা সম্ভব হয়নি। বর্তমানে উক্ত জায়গায় কমলা প্রিয় বৈষ্ণবী ও তাঁর উপাস্যের নামে মন্দির ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী সাধারণ জনগণ। উক্ত জায়গায় মন্দির ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠাকল্পে ভূমি সমস্যা নিরসনের জন্যে উক্ত জায়গা ভেষ্টেড প্রোপ্রার্টি তালিকা হতে নাম কর্তন করিয়া দেবত্তোরে রূপান্তর করা অতি আবশ্যক। এটি একটি ঐতিহ্যবাহী আখড়া যার সুনাম ও অস্তিত্ব রক্ষা সকলের দায়িত্ব। মন্দির ও স্মৃতি জাদুঘর নির্মাণ এর জন্য নির্মাণ সামগ্রী ব্যবস্থা করা হয়েছে। অতি শিঘ্রই মন্দির ও স্মৃতি জাদুঘর উন্নয়ন এর কাজ শুরু হবে।

অতএব, বিনীত নিবেদন এই যে, উক্ত ভূমি সমস্যা নিরসন করে মন্দির ও স্মৃতি জাদুঘর নির্মাণের অনুমতি ও সহযোগীতা প্রদান করতে মহোদয়ের সুমর্জি হয়।

বিনীত নিবেদক
তারিখ :

(নির্মল চন্দ্র দাস)
সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট
সোনারগাঁ উপজেলা
মোবাইল : ০১৯২১৪৪৯৯৭৩

আরও পড়ুন...