ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০০:৪৪:১৩

এনসিসি ৪নং ওয়ার্ড উপনির্বাচন: প্রশাসনের সাথে ইসির সভা, ৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

| ১৫ শ্রাবণ ১৪২২ | Thursday, July 30, 2015

সিটি করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সুষ্ঠ ভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪ নং ওয়াডের্র উপ-নির্বাচন সম্পন্ন করতে আইন-শৃংখলা কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে সভার আয়োজন করেন জেলা নির্বাচন কমিশন।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো: তারিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ, এনএসআই এর উপ-পরিচালক মো: তৌহিদুর রহমান, সহকারি পুলিশ সুপার এ সার্কেল মো: মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার চৌধুরী, আনসার-ভিডিপি, র‌্যাব-১১ কমান্ডার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সহিদুল হক পাটওয়ারী, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং কাজী মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

এনসিসি ৪নং ওয়ার্ড উপনির্বাচন: প্রশাসনের সাথে ইসির সভা, ৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

সভায় রিটার্নিং কর্মকর্তা মো: তারিফুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ৪ নং ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ নির্বচনী এলাকা। এ ওয়ার্ডে পাঁচটি ভোট কেন্দ্র রয়েছে যার প্রতিটিই কোন না কোন প্রার্থীর বাড়ীর সন্নিকটে অবস্থিত। ফলে প্রতিটি কেন্দ্রই ঝুঁকিপূর্ন। তাই নির্বাচনকে ঘিরে যেন কোন ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে এজন্য আইন-শৃংখলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়। এছাড়া নির্বাচনের দিন আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে।