ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০১:৩১:৫২

এক সপ্তাহে ১ কোটি বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

| ২১ জ্যৈষ্ঠ ১৪২৯ | Saturday, June 4, 2022

সপ্তাহব্যাপী করোনার বুস্টার ডোজ কার্যক্রম শুরু আজ

আগামী এক সপ্তাহে সারাদেশ এক কোটি বুস্টার ডোজ দেয়া হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ মানুষকে ২য় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে এবং ভ্যাকসিনেশন সপ্তাহ উপলক্ষে ৪-১০ জুন পর্যন্ত সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হবে।

শনিবার (৪ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, সারাদেশের ১৬ হাজার ৬৫০ টি কেন্দ্রে ৮৫ হাজার কর্মী এই কার্যক্রমে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই টিকাদান কার্যক্রম এবং কোভিড নিয়ন্ত্রণ সফলতার সঙ্গে চলমান আছে। টিকাকার্যক্রম এবং কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ রোল মডেল হয়েছে। টিকাদান কার্যক্রম এবং কোভিড নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম স্থান এবং সারা বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে।

টিকার বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের দেশে টিকার কোন অভাব নেই। টিকা নিতে আমাদের কোন সমস্যা হয়নি। টিকা নেওয়ার কারণে আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়েছে।। বুস্টার ডোজ নেওয়ার পর আমরা আরও সুরক্ষিত হবো। যাদের বুস্টার ডোজ নেয়ার সময় হয়েছে। তারা দ্রুত বুস্টার ডোজ নিয়ে নিন।এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, পরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার সামিউলহক, পরিচালক এমএসমসি এন্ড এইচ ডাক্তার শামছুল হক, পরিচালক স্বাস্থ্য ঢাকা বিভাগ ডাক্তার ফরিদ হোসেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান  চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।