ঢাকা, এপ্রিল ২৬, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:৪৬:০০

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

একটি শিশুও ঝরে পড়বে না…প্রধানমন্ত্রী

| ২৬ আশ্বিন ১৪২২ | Sunday, October 11, 2015

pm s hasina 2

নিউজডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি শিশুই স্কুলে যাবে। একটি শিশুও ঝরে পড়বে না, রাস্তায় ঘুরবে না, টোকাই হবে না। তারাও স্কুলে যাবে পড়াশোনা করবে। এ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সমাজক্যালণ মন্ত্রণালয়কে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার ১৬ কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করেছে। শিশুদের দায়িত্বও নেবে।

রোববার সকালে ‍রাজধানীর শিশু একাডেমীতে আন্তার্জাতিক শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পরীক্ষা ছাড়াই নিজ এলাকার স্কুলে শিশুদের প্রথম শ্রেণিতে ভর্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশে প্রাক প্রাইমারি স্কুলের ব্যবস্থা করা হয়েছে। কোনো এলাকা বিদ্যালয়হীন থাকবে না। নিজ নিজ এলাকার স্কুলে শিশুদের ভর্তি করে নিতে হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের কাঁধে বইয়ের বোঝা চাপিয়ে দিয়ে পড় পড় করলে হবে না। পড় পড় করলে পড়া আর হয় না। বরং তাদের বোঝাতে হবে পড়াটা তাদের দায়িত্ব।

তিনি বলেন, স্কুল তৈরির সময় শিশুদের খেলার জন্য জায়গা রাখতে হবে। এখন তো স্কুল কিংবা বাসা তৈরির সময় খোলা জায়গা রাখা হয় না। সবাই আছে টাকা-পয়সার চিন্তায়। শিশু এবং বয়জ্যৈষ্ঠদের কথা চিন্তা করে খোলা জায়গা রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ মাথা উঁচু করে চলে, আগামীতেও চলবে। আর এর জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। শিশুদের মুক্তিযুদ্ধ এবং বিজয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে।