ঢাকা, এপ্রিল ২০, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১২:০১:০৫

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

এই মালাউনের বাচ্চা, গোপালগঞ্জের পুলিশ!

| ৭ পৌষ ১৪২১ | Sunday, December 21, 2014

 

‘এই মালাউনের বাচ্চা, শুয়োরের বাচ্চা, গোপালগঞ্জের পুলিশ - তোর চাকরি থাকবে না।’ এমন করেই এই সংখ্যালঘু সম্প্রদায়ের পুলিশ কর্মকর্তাকে গালাগালি করলেন বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু।

বৃহস্পতিবার দুদকের দায়ের করা একটি মামলায় ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে হাজির করানোর জন্য নারায়ণগঞ্জের কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নিয়ে আসা হয় পিন্টুকে। এসময় এক আইনজীবী পিন্টুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বাধা দেন কোতয়ালী থানার এসআই দেবব্রত। আর তখনই ক্ষেপে ওঠেন পিন্টু। গালাগাল করেন ঐ পুলিশের এসআইকে। এসময় পিন্টু ঐ পুলিশকে মারতেও উদ্যত হন বলে জানান এসআই দেবব্রত।

এসময় পিন্টুর আইনজীবী আসলাম উদ্দিন ও তৌহিদুল ইসলাম তাদের মক্কেলকে (নাসির উদ্দিন পিন্টু) নিবৃত্ত করার চেষ্টা করেন। ঘটনা জেনে সেখানে ছুটে আসেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. বোরহানউদ্দিন এবং আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসীম।

ঘটনার বিষয়ে মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘পিন্টুকে মেন্টাল (পাগল) বলায় ক্ষেপে গিয়ে তিনি একজন পুলিশ কর্তাকে গালি দেন।’

অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত কোর্ট ইন্সপেক্টর ফরমান আলী সাংবাদিকদের বলেন, ‘ওই কর্মকর্তাকে একটি সাম্প্রদায়িক গালি দিয়েছেন পিন্টু।’

ঘটনার ‍শিকার কোতোয়ালি থানার এসআই দেবব্রত বলেন, ‘অনুমতি ছাড়া হাজতে আইনজীবীসহ তার সমর্থকরা ঢুকতে গেলে আমি বাধা দিয়েছি। আমি কেবল আমার উপর অর্পিত দায়িত্বই পালন করেছি। কিন্তু পিন্টু আমাকে সাম্প্রদায়িকভাবে আক্রমণ করে গালি দিয়েছেন, আমাকে মারতে উদ্যত হয়েছেন।’