ঢাকা, মার্চ ২৯, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, স্থানীয় সময়: ২১:০৯:১৭

এ পাতার অন্যান্য সংবাদ

কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে : প্রধানমন্ত্রী দিনের তাপমাত্রা বাড়তে পারে বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচনে অংশ না নেয়া হবে বিএনপির জন্য আত্মহননের শামিল : তথ্যমন্ত্রী

| ১০ মাঘ ১৪২৫ | Wednesday, January 23, 2019

ঢাকা: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আগামী উপজেলা নির্বাচনে অংশ না নিলে বিএনপি তাদের জন্য রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে।
‘এটি হবে আত্মহনের শামিল’ উল্লেখ করে তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচনে অংশ না নিলে তা হবে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেয়ার মতো একটা মহাভুল।’
বুধবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে এক মতবিনিময় বৈঠকে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি স্বীকার করি তিনি একজন সজ্জন ব্যক্তি, তবে সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন।’
নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘কিন্তু মহাসচিব হিসেবে তিনি পুরোপুরি ব্যর্থ।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় নির্বাচনের দিনকে অর্থাৎ ৩০ ডিসেম্বরকে জাতীয় বিপর্যয় দিবস হিসেবে পালনের যে ঘোষণা দিয়েছেন সে বিষয়ে সাংবাদিকরা হাছান মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গত ৩০ ডিসেম্বর দিনটি বিএনপি তাদের বিপর্যয় দিবস হিসেবে পালন করতে পারে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের কাজের সমালোচনার অধিকার প্রত্যেকের আছে। তবে সমালোচনা গঠনমূলক হলেই আমরা তা গ্রহণ করি, যাতে রাষ্ট্রের ক্ষতি না হয়।’
তথ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই আবাসনসহ সাংবাদিকদের সার্বিক কল্যাণে কাজ করছে।
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আসলে আমি তৃণমূল পর্যায়ের একজন কর্মী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলের মুখপাত্র এবং প্রচার সম্পাদকের দায়িত্ব দেন।’
‘এখন তিনি (প্রধানমন্ত্রী) আমাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘এ রকম একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ঝুঁকি না নিয়ে কেউ সফল হয় না। আমি আমার শৈশব থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছি। শিবির বহুবার আমাকে হত্যা করার জন্য টার্গেট করেছে, তবে আমি আশ্চর্যজনকভাবে বেঁচে গেছি।’
মটর সাইকেল আরোহীদের সম্পর্কে হাছান মাহমুদ বলেন, যারা মোটর সাইকেল চালান, তাদের প্রত্যেকের নিজেদের স্বার্থেই হেলমেট পরা উচিত।
মটর সাইকেল আরোহীরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন বলে মন্তব্য করেন তিনি।