ঢাকা, এপ্রিল ২৩, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ১৮:০১:২১

এ পাতার অন্যান্য সংবাদ

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বব্যাপী প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার নিশ্চয়তা না পেয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে : প্রধানমন্ত্রী মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের সাংস্কৃতিক সম্পৃক্ততার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সংসদে কার্যকরী ভূমিকা রাখতে স্বতন্ত্র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে অসাধারণ সাফল্য দেখিয়েছে পিপিপি বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলায় নিজাম হাজারীকে বাদ দিয়ে চার্জশিট

| ১৪ ভাদ্র ১৪২১ | Friday, August 29, 2014

download_82213_0.jpg

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় ৫৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।নিজাম হাজারীকে বাদ দিয়ে চার্জশিট
ফাইল ছবি

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমীনের আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত চার্জশিট গ্রহণ করেছেন।

চার্জশীটে বহুল আলোচিত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ নিজাম উদ্দীন হাজারীকে আসামি করা হয়নি। বিএনপি নেতা কারাবন্দি মাহতাব উদ্দীন চৌধুরীকে (মিনার চৌধুরী) প্রধান আসামী করে এবং পরিকল্পনাকারী হিসেবে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির আদেল ও জিয়াউল আনম মিস্টারকে আসামী করা হয়।

গত ২০ মে সকালে ফেনী শহরের একাডেমী সড়কের বিলাসী সিনেমা হলের সামনে একরামের গাড়ি থামিয়ে তাকে গুলি,কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

তদন্ত কর্মকর্তা চার্জশিটে আসামীর পরিচয়,হত্যার কারণ,হত্যার সংক্ষিপ্ত বিবরণ ও স্বাক্ষীদের বক্তব্য উপস্থাপন করেন।

মামলা প্রমাণে তদন্ত কর্মকর্তা চাক্ষুষ স্বাক্ষীর বিবরণ, নিহতের ডিএনএ পরীক্ষা, রাসায়নিক পরীক্ষা ও ময়না তদন্তের রিপোট দাখিল করেন।