ঢাকা, এপ্রিল ২৫, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, স্থানীয় সময়: ২১:১১:৫১

এ পাতার অন্যান্য সংবাদ

একীভূত হতে চাওয়া ব্যাংকের সম্পদের দাম যেভাবে নির্ধারণ করা হবে টেলিভিশন ও অনলাইন সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজে’র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপির মাথাব্যথার কারণ নেই : ওবায়দুল কাদের বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী শান্তি বজায় রাখার জন্য যা-যা করার আমরা করবো: বান্দরবানে স্বরাষ্ট্রমন্ত্রী এবারের ঈদ যাত্রাও স্বস্তিদায়ক হচ্ছে: সেতুমন্ত্রী কক্লিয়ার ইমপ্ল্যান্ট শিশুদের নতুন করে বাঁচার পথ খুলে দেয় : সমাজকল্যাণ মন্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫ আসন্ন পবিত্র রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চেয়েছেন ওবায়দুল কাদের

| ২৫ ভাদ্র ১৪২৫ | Sunday, September 9, 2018

 

ঢাকা : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও বিজযী করতে দেশের মানুষকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনপ্রিয়তা যাচাই করে আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেয়া হবে। জনগণ যাকে ভালবাসে, জনগণ যার পক্ষে আছে-এমন নেতা মনোনয়ন পাবেন।
বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান কাদের। তিনি বলেন ,তাদের একমাত্র পুঁজি গুজব সন্ত্রাস। গুজব ছড়িয়ে তারা জনঘনকে বিভ্রান্ত করছে।
সেতুমন্ত্রী আজ শনিবার দুপুরে ট্রেনে ঢাকা থেকে উত্তরাঞ্চলে সাংগঠনিক সফরের অংশ হিসেবে আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন রেলস্টেশনে অনুষ্ঠিত পথসভায় এ আহবান জানান।
আজ সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে নীলসাগর আন্ত:নগর রেলযোগে রওনা হয়ে নীলফামারী অভিমুখে এ রেলযাত্রা কর্মসূচী শুরু হয়।
বাসস’র টাঙ্গাইল প্রতিনিধি জানান, সকাল প্রায় ১১টায় ঢাকা থেকে উত্তরাঞ্চলে সাংগঠনিক সফরের ট্রেনটি প্রথম টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে পৌঁছে।
এখানে আয়োজিত পথসভায় ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অপকর্ম ও দলের মধ্যে বিশৃঙ্খলা করলে, ঘরের মধ্যে ঘর এবং মশারির মধ্যে মশারি টাঙ্গানো হলে শাস্তি আছে।
কাদের বলেন ‘আপনারা বিএনপি’র গুজব সর্ম্পকে সর্তক থাকবেন। বিএনপি ২০১৪ সালের মতো সন্ত্রাস, নৈরাজ্যের পায়তারা চালাচ্ছে। বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধ করা হবে’।
এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, জনগণ আর বিএনপি’র দুঃশাসনে যেতে চায় না। দেশে উন্নয়নের জোয়ার বইছে। বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে আশ্বস্ত জনগণ। তাতে তারা আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। এবারও নৌকার বিজয় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পাবনা থেকে বাসস’র সংবাদদাতা জানান, দুপুর ১টায় পাবনার মুলাডুলি স্টেশনে সফরকারি নেতাদের নিয়ে নীলসাগর আন্ত:নগর এসে পৌছাঁয়।
এখানে আয়োজিত পথসভায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও বিজযী করতে দেশের মানুষকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়ন জনগণের মধ্যে প্রচার করতে হবে। যারা জনগণের সাথে দুর্ব্যবহার করেন, তারা মনোনয়ন পাবেন না। ব্যানার-ফেস্টুন বিলবোর্ডে মনোনয়ন হবে না। জনপ্রিয়তা দেখেই মনোনয়ন দেওয়া হবে।